স্বাধীন অভিধান হল উইন্ডোজ কম্পিউটারের জন্য তৈরী প্রথম ইউনিকোড ভিত্তিক অফলাইন বাংলা অভিধান...যেটা উইন্ডোজের যেকোনো ভার্সন (xp / vista / 7 / 8 / 8.1)-কে সাপোর্ট করবে।
কম্পিউটারকে শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে অভিধান প্রধান একটি ভূমিকা পালন করে। কিন্তু দেশে প্রচলিত যে কয়েকটি কম্পিউটার অভিধান সফটওয়্যার প্রচলিত আছে সেগুলোতে শব্দের ঘাটতি, প্রয়োজনীয় সুবিধা না থাকা, ছবির আকারে অর্থ প্রকাশ ইত্যাদি কারণে অভিধান গুলো তৈরির আসল উদ্দেশ্য সফল হচ্ছে না। তাই স্বাধীন অভিধান এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে যে কোন বয়সী, যে কোন পেশার মানুষ এটি ব্যবহার করে শিক্ষার ক্ষেত্রে বা যে কোন ক্ষেত্রে অভিধানের তথা কম্পিউটারে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারে এবং অভিধান তৈরির আসল উদ্দেশ্য সফল হয়।
আর আজকে আমি এটার লেটেস্ট ভার্সন নিয়ে এসেছি 2.0.0.1 (Pre BETA) [11 Dec 2013] -যেটা এখনও অফিসিয়ালি রিলিজ হয়নি। তাই আর দেরি না করে সবার আগে এই অভিধানটা ডাউনলোড করে ফেলুন।
নতুন স্বাধীন অভিধানের জন্য কোন রানটাইমের প্রয়োজন নেই।তবে যদি বাংলা ক্যালেন্ডার ইনস্টল করেন তাহলে ডটনেট ফ্রেমওয়ার্ক ২.০ ইনস্টল করতে হবে।
ডাউনলোড লিঙ্ক (১৬.৫৫ এমবি) ঃ-
স্বাধীন অভিধানের বৈশিষ্ট্যসমূহঃ
- বাংলা উন্নত সার্চ (Improved)
- ইংরেজী উন্নত সার্চ (Improved)
- ইংরেজী শব্দের উচ্চারন (Improved)
- ১৭০০০+ ইংরেজী শব্দ ভান্ডার (Improved)
- Phrases and Idioms (১৫০০+ ইডিয়ম, উচ্চারন এবং সার্চ সুবিধা সহ) (New)
- Abbreviation (১২০০+ Abbreviation, উচ্চারন এবং সার্চ সুবিধা সহ) (Improved)
- গ্রিক অক্ষর (উচারন সহ)
- দ্রুত অনুসন্ধান মোড (ডাবল ক্লিক টু মিনিং সুবিধা সহ) (Improved)
- হট-কী সুবিধা
- ক্লিপ বোর্ড পর্যবেক্ষন (Improved)
- স্বাধীন প্যাড (ডাবল ক্লিক টু মিনিং সুবিধা সহ)
- সরাসরি অভিধান থেকে গুগল ট্রান্সলেট ব্রাউজ
- বাংলা ক্যালেন্ডার গ্যাজেট (New)
- ক্রিস্টাল ক্লিয়ার বাংলা (New)
- সয়ংক্রিয় আপডেট পরিক্ষা (Improved)
- অভ্র এবং বিজয় এর সাথে সামঞ্জস্যপূর্ণ
- উইন্ডোজ এক্সপি, ভিস্তা, ৭ এবং ৮ সাথে সামঞ্জস্যপূর্ণ (Improved)
- ৩২ বিট এবং ৬৪ বিট ওএস সাপোর্ট (New)
- ড্যাসবোর্ড সিস্টেম (New)
- বাংলা ইন্টারফেস (Improved)
- ব্যবহার নির্দেশিকা (বিস্তারিত ব্যবহার বিধি এবং ইউনিকোড বাংলা টাইপিং নিয়মনীতি)(New)
- ফিডব্যাক অপশন (New)
- টেকনিক্যাল সাপোর্ট এবং আরও অনেক কিছু…
ইন্সটল করার জন্য zip ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে সেটআপ ফাইলটাকে রান করুন এবং ইন্সটল করে নিন। যেহেতু এটা প্রি বিটা ভার্সন, সেজন্য ভুল-ত্রুটি থাকতেই পারে, সেরকম কিছু খুঁজে পেলে অবশ্যই আপনার মূল্যবান ফিডব্যাক দিয়ে সফটওয়্যারটাকে আরও ভালো করে তুলুন।
- ব্যবহার নির্দেশিকা (লাইভ প্রিভিউ এবং ডাউনলোড)
- বাংলা ইউনিকোড টাইপিং নিয়মনীতি (লাইভ প্রিভিউ এবং ডাউনলোড)
- ফিডব্যাক ফর্ম
বিস্তারিত জানতে হোমপেজে যান।
ভালো লাগলে Like, Tweet করুন (Like এর পর Confirm করুন), বাই বাই...



