হ্যালো! আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নিজেকে পুরোপুরি সুস্থ রাখার জন্য অতিপ্রয়োজনীয় এবং ১০০ শতাংশ কার্যকরী  ১০ টি ঘরোয়া টিপস। তাহলে আর কথা না বারিয়ে কাজ শুরু করা যাক-


  • দুকাপ জলে এক টুকরো দারুচিনি , একটা এলাচ , দু টা লং , একটা তেজপাতা , এক টুকরো আদা কুচি ও এক চামচ চা পাতা ও পরিমান মত তালমিশ্রি/চিনি/মধু দিয়ে ফুটিয়ে নিন ও ভালোমত গুলে তা দিনে তিনচার বার খান...... ঠান্ডার বাপও কাছে আসবে না !!
  • এক চামচ মধুর সাথে দুচামচ চবনপ্রাস প্রত্যকদিন খান , ঠান্ডা/ হজম/ গ্যাস ইত্যাদি সহ অসংখ্য সমস্যায় কাজ করবেই !!! 
  • প্রত্যকদিন সকালে একগ্লাস চিরতা পান করে দিন শুরু করুন, নিয়মিত অভ্যাসে সকল প্রকার রোগ মুক্ত থাকবেন । 
  • সরষে তেল এ কয়েক কোয়া রসুন কুচি দিয়ে ভালমতো ফুটিয়ে নিন , তারপর হাল্কা গরম অবস্থায় বুক পিঠ ও গলায় ভালোমত মালিশ করুন দিনে দু তিনবার , ছোট বড় সবার ঠান্ডা কমে যাবে । 
  • শরীরের কোন অংশ যত বড় আকারেই কাটুক বা ক্ষত হোক , ফিটিকিরি গুরো করে দিয়ে বেধে দিন , রক্ত পরা বন্ধ হবে ও ইনফেকসন ও হবে না , এমন কি মধ্যম আকারে মাথা ফেটে গেলেও তাতে ব্যাবহার করলে সেলাই লাগবে না । 
  • যে কোন প্রকার ক্ষতের জন্য , মাখন কে মলম হিসাবে ব্যাবহার করুন , ক্ষত সেরে যাবে । 
  •  বিষ ফোরা হলে মিষ্টি আলুর পাতে বেটে লাগান , হয় পেকে ফেটে যাবে নাহয় বসে যাবে । 
  • অনেকে সময় ব্রন খুব কষ্টদেয় , দুকোয়া রসুন বাটা দু চামচ লেবুর রস ও অল্প মালাই মিশিয়ে ঘন্টা দুয়েক রাখুন তারপর এটা ব্রনে লাগিয়ে দশ মিনিট পর ধুয়ে নিন , রেগুলার ব্যাবহারে ব্রন চলে যাবে সম্পূর্ন ভাবে ।
  • পা ফাটা সমস্যা ? ঘুমানোর সময় পা ধুয়ে লোশানের মত সয়াবিন তেল মাখুন প্রতিদিন , ফাটা চলে যাবে । এগুলো সব আমার পারিবারিক ব্যাবহৃত টিপস যা বংশানুক্রমে আমি পেয়েছি ও আমার ভবিষ্যত প্রজন্মরাও পাবে !!! ট্রাই করেই দেখুন
  • এক গ্লাস গরম দুধে আধ চামচ হলুদ গুরো মিশিয়ে আস্তে আস্তে পান করুন , এটা গলা ব্যাথা, ঠান্ডা ও সকল রকম ব্যাথা সারায় । 


ভাল থাকবেন, বাই বাই

সুস্থ থাকার প্রয়োজনীয় ও কার্যকরী ১০টি টিপস

কিছু দিন আগে থেকে সবজায়গাতে প্রচারিত হচ্ছে যে রোয়ান অ্যাটকিনশন (Rowan Atkinson) যিনি মিঃ বিন নামে সবাইয়ের কাছে সুপরিচিত, তিনি ১৫ নভেম্বরে মৃত্যুবরন করেছেন।


সোশ্যাল মিডিয়াতে প্রচারিত খবরে বলা হচ্ছে যে তিনি স্যুইসাইট করে মৃত্যুবরন করেছেন (৫৮ বছর বয়সে) যখন প্রয়োজক (Producer) তাঁকে, তাঁর জন্য বিখ্যাত সিনেমা Johnny English 3 - থেকে বাদ দিয়ে দেন। আরও বলা হচ্ছে যে, মিঃ বিন সিনেমাটির প্রোডিউসার এবং তাঁর ফ্যানদের জন্য একটি ভিডিও তৈরি করেছেন, স্যুইসাইট করার আগে

আসলে এই খবরটা শুধুমাত্র একটা মৃত্যু সম্বন্ধীয় গুজব। হ্যাকাররা আরও একটি মৃত্যুর গুজব বানাল সহজ সরল মানুষদেরকে ফাসাবার জন্য। ভিডিওটি দেখার জন্য নিউজটিতে ক্লিক করলে এটা একটা অ্যাপ ইন্সটল হবে, যেটা আসলে হ্যাকারদের তৈরি নকল এবং ক্ষতিকারক অ্যাপ। এই অ্যাপটির সাহায্যে তারা অনায়াসেই আপনার বন্ধুদের প্রোফাইলে এইধরনের স্পাম পোস্ট ছড়িয়ে দিতে পারে। অ্যাপটিকে পারমিশন দেওয়ার পরে এটি ভিডিওটাকে দেখাবার জন্য "Facebook Media Plug-in" ইন্সটল করার কথা বলবে, যেটা আসলে হ্যাকারদের প্লান, কারণ এমন কোন ভিডিও নাই বা মিঃ বিন -ও স্যুইসাইটও করেননি...তিনি এখনও বহাল-তবীয়তে আছেন। 
তাই দয়া করে কেউ এইসব ফালতু নিউজে ক্লিক করবেন না, আর একান্তই যদি জানার ইচ্ছা থাকে তাহলে গুগল সার্চ করে ঘটনাটা আসল কি নকল তা জেনে নিন।

উল্লেখ্য...আগেও এই ধরনের গুজব নেটে ছরিয়েছে নীচের ব্যাক্তিদের নামে-
1. Rihanna2. Natalie Portman3. Miley Cyrus4. Lady GaGa5. Oprah Winfrey6. Zach Braff7. Tom Cruise8. Tom Hanks9. Russell Crowe10. Taylor Swift
ভালো থাকবেন, আজকে মতো চলি...এইরকম ট্রিক থেকে সতর্ক থাকুন, এখন আপনিতো জানলেন, আপনার বন্ধুদেরকে জানাবেন না?? এই খবরটি সবাইয়ের সঙ্গে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন, আর উপরের মতো হ্যাকারদের পোস্ট থাকলে সেটাকে টাইমলাইন থেকে রিমুভ করে দিন। 

Mr. Bean স্যুইসাইট করে মারা গেলেন ৫৮ বছর বয়সে !...সত্য না গুজব?

হ্যালো! আমরা সবাই পেঁয়াজকে নানাভাবে খাবার কাজে ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেই এটির কিছু অতি প্রয়োজনীয় তথ্য সম্পর্কে অভিহিত নই, তাহলে আর দেরি কেন...এই পোষ্টের মাধ্যমে আপনারা তথ্যগুলি জেনে নিন, উপকার আপনারই হবে....


• পেঁয়াজের রস চুলে দিলে তা উকুননাশক হিসেবে কাজ করবে পাশাপাশি চুল পরা কমাতেও সাহায্য করবে।
• কারো নাক দিয়ে রক্ত পরলে কাচা পেয়াজ কেটে তার ঘ্রাণ নিতে দিন ।
• প্রতিদিন একটা পেঁয়াজ আপনার ঘুমের অভাব দূর করবে ।
• পোকামাকড় কামড়ালে সেখানে পেঁয়াজের রস লাগিয়ে দিন।
• সাদা পেয়াজ piles থেকে রক্ত ঝরা বন্ধ করবার জন্যেও সুপারি করা হয।
• পেয়াজ হজম শক্তি বাড়ায়।
• শরীর থেকে অবাঞ্ছিত কলেস্টেরল সরিয়ে সাহায্য করে।
• দৈনিক একটি লাল পেঁয়াজ করোনারি হার্ট রোগ থেকে আপনাকে বাঁচাতে পারে।
• পেঁয়াজ শরীরে ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করে ।
• জয়েন্টের পেইন দূর করে।
• হলুদের সাথে পেয়াজের রস মিশ্রিত করে শরীরে কোন কাল দাগ থাকলে সেখানে ব্যবহার করুন।
• দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে।
• আপনার শিশুর কৃমি সমস্যা থাকলে এক চামচ পেঁয়াজের রস খেতে দিন।
• পেয়াজ মেমরি ও স্নায়ুর উন্নতি ঘটায় ।
• কোলন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে ।
• প্রতিদিন চিনি দিয়ে পেয়াজ খেলে তা শিশুদের উচ্চতা লাভ করতে সাহায্য করে।
• দৈনিক পেয়াজ খেলে তা আপনার যৌন সমস্যাগুলো দূর করবে।
• লাল পেঁয়াজ মাসিক রোগ সংশোধন করতে সাহায্য করে, মাসিক শুরু হবার কিছু দিন আগে লাল পেয়াজ খান।
সংগৃহীত

আপনার উপকারের জন্যই আমাদের চেষ্টা। তাই পোস্টভালো লাগলে লাইক, টুইট ও বন্ধুদের সাথে শেয়ার করুন।

পেঁয়াজের কিছু অতি প্রয়োজনীয় ব্যবহার.....!!!

হ্যালো! আমাদের দ্বারা ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারগুলির মধ্যে অন্যতমদুটি হল গুগল ক্রোম এবং মোজিলা ফায়ারফক্স। আমরা প্রায় সকলেই এদেরকে ইউস করেছি বা করছি। আজকে এই দুটো ব্রাউজারের সদ্য রিলিজ হওয়া নতুন ভার্সনের ফিচার সহ ডাউনলোড লিঙ্ক নিয়ে এলাম।
Google Chrome 31.0.1650.48

ডাউনলোড লিঙ্কঃ-
নতুন ফিচারঃ-

  • Easier searching by image
  • A number of new apps/extension APIs
  • Lots of under the hood changes for stability and performance
  • Includes 25 security fixes
  • New improved interface

Mozilla Firefox 25.0.1

ডাউনলোড লিঙ্কঃ-
নতুন ফিচারঃ-

  • [FIXED] 25.0.1: New security fixes
  • [FIXED] 25.0.1: Pages sometimes wouldn't load without first moving the cursor
  • Web Audio support
  • The find bar is no longer shared between tabs
  • If away from Firefox for months, you now will be offered the option to migrate another browser's history and settings
  • Resetting Firefox no longer clears your browsing session
  • CSS3 background-attachment:local support to control background scrolling
  • Many new ES6 functions implemented
  • iframe document content can now be specified inline
  • FIXED: Blank or missing page thumbnails when opening a new tab
  • FIXED: Security fixes

রিলিজ হল Chrome 31 (Stable) এবং Firefox 25.0.1 (ডাউনলোড লিঙ্ক সহ)