হ্যালো! আমরা অনেক সময় Windows 7-এর পাসওয়ার্ড নিয়ে ঝামেলায় পড়ি, তাই আমি আপনাদের জন্য একটা পোস্ট নিয়ে এসেছি যেটিকে অনুসরন করে আপনারা Windows 7 -এর পাসওয়ার্ড বদলাতে পারবেন, এটা জেনে রাখা ভালো, বলা যায় না কোনদিন কাজে লেগে যাবে।
♦এই পদ্ধতির জন্য আপনার শুধু Windows 7 এর Setup DVD/CD/Pendrive লাগবে, আর কিছুনা।
তাহলে আসুন দেখি কিভাবে এটা করতে হয়:-
১) প্রথমে windows 7 এর Setup DVD/CD টিকে আপনার কম্পিউটারে প্রবেশ করান এবং কম্পিউটার রিস্টার্ট করুন। রিস্টার্ট করার সময় যেকোনো কী চেপে DVD/CD টি বুট করেন। এবার ইন্সটলার ওপেন হলে আপনার ভাষাটি সিলেক্ট করে Next এবং তারপর Repair Your Computer এ ক্লিক করুন ।
2) আরেকটা নতুন উইন্ডো আসবে। তাতে আপনার OS টা সিলেক্ট করে Next -এ ক্লিক করুন এবং তারপর Command Prompt -এ ক্লিক করুন।
3) Command Prompt ওপেন হলে নিচের লাইন টি লিখে Enter চাপুন।
copy c:\windows\system32\sethc.exe c:\
(এখানে c এর স্থানে আপনার ঐ Drive এর Location দেখাবেন যেখানে আপনার Windows setup দেয়া আছে।যদিও ডিফল্ট হিসেবে c ই থাকে )
৪) Enter চাপার পর কপি হওয়ার মেসেজ আসবে। এরপর নিচের লাইন টি লিখে Enter চাপুন।
copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe
এখন Enter চাপার পর যখন আপনার অনুমতি চাইবে তখন yes লিখে Enter চাপুন। এটা হয়ে গেলে কপম্পিউটার রিস্টার্ট করুন।
৫) রিস্টার্ট করার পর যখন পাসওয়ার্ড চাইবে তখন তাড়াতাড়ি করে ৫ বার shift চাপুন। এর ফলে Administrator-মোডের Command Prompt ওপেন হবে ।
৬) এবারে সেই Command Prompt-এ লিখুন net user rohan Password (মনে রাখবেন এখানে rohan হল আমার ইউজার নেম তাই rohan এর স্থানে আপনের ইউজার নেম লিখবেন আর Password এর স্থানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি লিখবেন।)
৭) এবার Command Prompt বন্ধ করে নতুন পাসওয়ার্ড দিয়ে Log-In করুন, এবং আপনার Windows 7 -এর মজা লাভ করুন।
আজকের মতো এখানেই থাক, পোস্টটি ভালো লাগলে Like ও Comment করে জানান…আশা করি সবাই ভালো থাকবেন।
Rohan Reloaded Kailthya






No comments