আপনার প্রিয় ছবি থেকে লোগো, টেক্সট, মানুষ প্রভৃতি মুছে ফেলুন নিমেশেই!

হ্যালো! আমাদের কাছে এমন অনেক ছবি থাকে যার উপরে থাকা কিছু অবাঞ্ছিত জিনিস পুরো ছবিটাকে অপ্রীতিকর করে তোলে, যেমন - বিভিন্ন লোগো, ওয়াটারমার্ক, কোন টেক্সট, কোন মানুষ, আমাদের মুখের দাগ জাতীও বিভিন্ন ধরনের বস্তু। এগুলিকে মুছতে গেলে আমাদের অনেক খেটে অনেক মূল্যবান সময় নষ্ট করতে হয়।

কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যার দেব যার সাহায্যে এগুলিকে জাদুর মতো নিমেশেই পুরোপুরি মুছে ফেলা যায়।
এই সফটওয়্যারটি হল - "Teorex Inpaint 5.5 (লেটেস্ট ভার্সন)"। মাত্র ৮ MB(ইন্সটলার) & ৫ MB(পোর্টেবল) -এর এই সফটওয়্যারে করে সামান্য কিছু ধাপেই আপনি আপনার মনের মতো ছবি পেয়ে যাবেন। আমি নীচে নিয়মাবলিতে এই সফটওয়্যারটাকে কিকরে ইউস করতে হয় এবং উদাহরনে এই সফটওয়্যারে করা কিছু কাজ দেখিয়েছি।
 
   (ডাউনলোড করতে ৬ সেকেন্ড থামুন দিয়ে                         
          Generate Link -এ ক্লিক করুন)
            পোর্টেবল ভার্সন এর জন্য এখানে ক্লিক করু
            Portable
       (Free Download -এ ক্লিক করে ৩০ সেকেন্ড থামুন)
     
সফটওয়্যারটির কিছু প্রধান বৈশিষ্ট্যঃ- 
  • Repair old photos
  • Remove watermarks
  • Erasing Power Lines
  • Remove unwanted objects
  • Digital Facial retouching
  • Remove date stamps
  • Erase wrinkles and skin blemishes
  • Remove tourists from travel photos
  • Fill black areas of a panorama
  • Remove text or logo from images
  • Easy to get use & started
  • Completely non-technical

নিয়মাবলি ঃ-
  •  প্রথমে ডাউনলোড করা Zip ফাইলটা Extract করে সফটওয়্যারটা  ইন্সটল করুন।
  • তারপর সফটওয়্যারটা রান করে, (Help মেনু থেকে) Zip ফাইলটির ভেতরে থাকা সিরিয়াল কী দিয়ে আক্টিভেট করুন (নেট কানেকশন অফ করে), পোর্টেবল হলে কিছু করার দরকার নাই।
  • এবার আপনার পছন্দের ছবিটিকে সফটওয়্যারটির ওপরে ধরে এনে ছাড়ুন (ড্রাগ অ্যান্ড ড্রপ করে), আমি এখানে নীচের Friendsblog -এর কভার ফটোটির "এক নতুন পৃথিবী " লেখাটিকে এবং দুটো মানুষকে রিমুভ করা দেখাব।1
  • এবার আপনি যে যে জিনিসগুলিকে মুছে ফেলতে চান সেগুলিকে সিলেক্ট করুন (যেমন করে ফটোশপে ব্রাশ করেন), সিলেক্ট করলে আপনার সিলেকশন এর চারপাশে সবুজ রঙের বাউন্ডারির সৃষ্টি হবে। সিলেকশন হয়ে গেলে নীচে বামদিকে থাকা Erase -এ ক্লিক করুন।
2
  • এখন আপনার কাজ প্রায় শেষ, নীচে ছবিটিতে দেখুন ওই সিলেক্ট করা জায়গাগুলি আর নেই..., এবার শুধু File>Save As... এ ক্লিক করে ছবিটাকে সেভ করুন...ব্যাস আপনার মনের মতো ছবি আপনার হাতে......, আপনি নিজে গুতাগুতি করে এর অন্যান্য সুবিধাগুলিকে জেনে নিতে পারেন।
  • 3

কিছু উদাহরনঃ-
4
inpaint-2
err-horz
inp2inp1



তাহলে আজকের মতো এখানেই থাক.........আসা করি পোস্টটা আপনাদের কাজে লাগবে......বাই বাই।