ফায়ারফক্স-কে ল্যাগমুক্ত করে এর গতি বাড়ান!!

সময়ের সাথে সাথে মোজিলা ফায়ারফক্স অনেক উন্নত হয়েছে ঠিকই, কিন্তু কিছু কিছু ফালতু এফেক্ট এই ব্রাউজারে অনেক বিরক্তিকর প্রব্লেমের সৃষ্টি করেছে। সাধারনত আমরা আমাদের ব্রাউজারে অনেকগুলি ট্যাব একসঙ্গে খুলে থাকি এবং কোন ট্যাবকে যখন বন্ধ করার চেষ্টা করি তখন পরের ট্যাবে যেতে ফায়ারফক্স সাধারনের থেকে কিছু বেশী সেকেন্ড সময় নেয়, ফলে এই পদ্ধতিটা কিছুটা মন্থর গতি সম্পন্ন হয়।
কিন্তু আসলে ব্রাউজারটিতে ট্যাব বন্ধ করার জন্য যে অ্যানিমেশনটা থাকে, সেটাই এই বিরক্তিকর প্রব্লেমের সৃষ্টি করে।
ফায়ারফক্সে কোন ট্যাব বন্ধ বা খোলার সময় একটা সুন্দর কিন্তু অপ্রয়োজনীয় অ্যানিমেশন দেওয়া থাকে। এরফলে যদি আপনি অনেকগুলি ট্যাব একসঙ্গে খুলে রাখেন তখন ব্রাউজারটি অনেক Ram এবং CPU পাওয়ার ইউস করে থাকে এবং আপনি যখন ওই ট্যাবগুলিকে বন্ধ করার চেষ্টা করেন তখন ব্রাউজারটা ল্যাগ করে এবং ট্যাবগুলিকে বন্ধ করতে বেশী সময় নেয়।
আপনার যদি এরকম ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আমি আজকে দেখাব যে এই ফালতু অ্যানিমেশনকে কিকরে বন্ধ করতে হয় বা আপনার যদি এই প্রবলেম নাও হয়ে থাকে তাহলে ওই পদ্ধতিটা আপনার ব্রাউজারএর গতি বাড়াতে সাহায্য করবে।

তাহলে আর বেশী কথা না বলে কাজ শুরু করা যাক --->

  1. ফায়ারফক্স খুলুন এবং এর অ্যাড্রেসবারে  about:config  লিখে এন্টার মারুন। তারপর  I'll be careful, I promise!  বোতামে ক্লিক করে কনফার্ম করুন।1
  2. এখন Search বক্সের ভেতর  animate  লিখুন এবং  browser.tabs.animate  নামক কি খুজুন।
  3. "browser.tabs.animate" -এর সামনাসামনি Value-ট্যাব এর নীচে দেখুন true লেখা আছে। এখন সেটাতে ডবল ক্লিক করুন বা রাইট ক্লিক করে Toggle সিলেক্ট করুন। এর ফলে তার value-টা  true থেকে false হয়ে যাবে। এবং সেই ফালতু অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাবে।
        2
  1. ব্যাস! আপনার কাজ শেষ... এবার কোন নতুন ট্যাব খুললে আপনি দেখবেন যে কোন অ্যানিমেশন হচ্ছে না......ট্যাব খোলার বা বন্ধ করার সঙ্গে সঙ্গেই কাজ করছে। এতে আপনার ব্রাউজারএর গতি যেমন বাড়বে তেমনই মেমরির ইউসও কম হবে এবং ব্রাউজার ল্যাগ কম করবে।

আপনাকে এই পোস্টটা পড়ার জন্য ধন্নবাদ......যদি এটা আপনার কোন কাজে আসে তাহলে লাইক করতে ভুলবেননা। পরে ফায়ারফক্সএর আরও কিছু মজার ট্রিকস নিয়ে হাজির হব। আজকের মতো বাই।