হ্যালো! আজকে আমি একটা দারুন খবর দিতে যাচ্ছি।
আমরা বিভিন্ন মুভিতে দেখি যে কীভাবে কোন রোবট (T-1000) বা কোন মিউট্যান্ট (Wolverine) নিজের অসম্ভব ক্ষমতার সাহায্যে কিছু সময়ের মধ্যেই নিজেকে সারিয়ে তুলতে পারে। কিন্তু আসলে কি সেটা সম্ভব?
উত্তর হবে হ্যাঁ, স্প্যানিশ বিজ্ঞানীরা দাবি করেছেন যে তাঁরা বিশ্বের প্রথম সেলফ হিলিং (Self-Healing) পলিমার তৈরী করেছেন যেটা বাইরের কোন হস্তক্ষেপ ছাড়ায় ৯৭% পর্যন্ত নিখুঁতভাবে নিজেকে নিজেথেকেই মেরামত বা ঠিক করে নেবে। 

এই নতুন উপাদানটি হল টার্মিনেটর পলিমার যেটা "Terminator 2" মুভির, T-1000 রোবটের মতো কাজ করবে। এটাকে পরবর্তীকালে বিভিন্ন জিনিসে যেমন গাড়ি, মোবাইল, এমনকি বাড়িতেও ব্যবহার করা হবে। মোবাইল, গাড়ি ইত্যাদির উপর দাগ বা আঁচর দূর করতে এটাকে ব্যবহার করা হবে।
"The Materials Horizons journal" নামক জার্নালে প্রকাশিত হয়েছে যে এই সেল্ফ-হিলিং পলিমারটিকে দুই ভাগ করার পরেও এটি ২ ঘণ্টার মধ্যে অনায়াসেই নিজেকে ৯৭ শতাংশ পর্যন্ত পুনরুৎপাদন বা ঠিক করে নিতে পারবে।
এটা প্রমান করার জন্য বিজ্ঞানীরা একটা রেজার ব্লেডের সাহায্যে এটাকে দুই ভাগে ভাগ করে দেয়। তারপর সেই দুটো ভাগকে চেপে জোড়া লাগিয়ে স্বাভাবিক তাপমাত্রাই অক্ষত অবস্থায় রেখে দিয়ে চলে যায়। ফিরে এসে তারা এটাকে টেনে দেখে যে এই পলিমারটা নিজেকে ঠিক করে ফেলেছে।
এটাকে পরবর্তীকালে আসল রোবটের উপরেও ব্যবহার করা যেতে পারে। যাইহোক এটা নিঃসন্দেহে দারুন একটা আবিস্কার।
আমার লেখাটা যদি ভালো লাগে তাহলে আমাকে Comment এর মাধমে যানান।
আজকের মতো এখানেই থাক, পরে কথা হবে। আপনার দিন শুভ হোক।



