Windows 7- কে অ্যাক্টিভেট করে জেনুইন করুন(১০০% কার্যকরী)- মেঘা পোস্ট,সংগ্রহে রাখুন।

হ্যালো! আমাদের মধ্যে একটা কমন সমস্যা হল Windows 7 -কে আক্টিভেট করা। অনেক সময়  Windows 7  ইন্সটল করার পরে বা Windows Update করার পরে এটিকে অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে নানারকম ঝামেলা করতে হয়। তাই আজকে আমি আপনাদের জন্য Windows 7-কে আক্টিভেট করার ৩টি মহাপদ্ধতি নিয়ে এসেছি
dada
প্রথমেই বলে রাখি উইন্ডোজ আপডেট করার পরে অনেকের (পাইরেটেড) উইন্ডোজ ৭ -এ "Windows is not activated" দেখায়। আসলে এটি হয় একটি ফালতু আপডেটের জন্য, যেটার নাম হল- "KB971033"। তাহলে আপনার সঙ্গে এরকম হয়ে থাকলে, প্রথমে Uninstall a programme>View installed update -এ গিয়ে সেই আপডেটটা খুঁজুন এবং আনইন্সটল করে দিন এবং কম্পিউটার রিস্টার্ট করুন। এরপর নীচের পদ্ধতিগুলি অনুসরণ করে আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট করে নিন।
পদ্ধতিঃ-১
"উইন্ডোজ অ্যাক্টিভেটর বাই Hazar"
এটি একটি খুবই কার্যকারী উইন্ডোজ 7 অ্যাক্টিভেটর। এটি প্রায় সমস্ত কম্পিউটারের জন্যই উপযোগী। প্রথমে উপরে দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে ফাইলটিকে ডাউনলোড করে নিন। তারপর রান করুন এবং আপনার কম্পিউটারের সঠিক মডেলটা নির্ণয় করে সেই লোগোতে ক্লিক করুন এবং Install/Remove 7Loader -এ ক্লিক করে রিস্টার্ট করুন। তাহলেই কাজ শেষ, আপনার System Properties এ গিয়ে দেখুন উইন্ডোজ জেনুইন হয়ে যাবে। যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করবেন।
1254677853_ybd5429hukrnobz
পদ্ধতিঃ-২
"উইন্ডোজ ৭ লোডার"
এটি হল আরেকটি কার্যকরী অ্যাক্টিভেটর। উপরের লিঙ্ক থেকে ডাউনলোডের পর Zip file টিকে Extract করে প্রোগ্রামটি ইন্সটল করুন । ইন্সটল শেষে Windows Loader -কে  Run As Administrator দ্বারা রান করান। তারপর সেখান থেকে Profile এ যান। তারপর Profile -এ গিয়ে (SLIC,CERTIFICATE,SERIAL) থেকে আপনার কম্পিউটারের ম্যানুফ্যাকচারার বা সেটা লিস্টে না থাকলে সবগুলো (HP) সিলেক্ট করুন। এরপর Installation এ গিয়ে (INSTALL) এ ক্লিক করুন।তারপর সেটা Complete হলে Shutdown এ ক্লিক করুন, এরপর আবার PC স্টার্ট দিন। এখন System Properties এ গিয়ে দেখুন Window's activate হয়ে গিয়েছে। যদি তাতেও না হয় তাহলে নীচের শেষ উপায়টি ট্রাই করুন।
1017543_642176572459180_1049594936_n
পদ্ধতিঃ- ৩ 
"রিমুভ WAT"
এটি হল উইন্ডোজ অ্যাক্টিভেট করার শেষ উপায়। অর্থাৎ এটিতে আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট হবেই। তো আপনারা বলবেন যে এটি আগে কেন দেইনি, তার কারণ হল এটি আপনার WAT (Windows Activation Technologies) -কে রিমুভ করে দেবে অর্থাৎ আর কোন অ্যাক্টিভেসনের প্রয়োজন হবে না। উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা RAR ফাইলটিকে WinRar বা অন্য কোন সফটওয়্যার দিয়ে Extract করুন। তারপর অ্যাপ্লিকেশনটিকে রান করে Remove WAT -এ ক্লিক করুন, এবং রিস্টার্ট করার পরেই আপনি দেখবেন যে উইন্ডোজ লাইসেন্স নিয়ে সব ধরনের সতর্কতা দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন System Properties এ গিয়ে দেখুন Window's activate হবার জায়গাটা আর নেই, অর্থাৎ আপনাকে এই নিয়ে আর মাথা ঘামাতে হবে না।
RemoveWAT225
খুব খেটে পোস্টটা করলাম, তাই ভালো লেগে থাকলে Like ও Comment করতে ভুলবেন না, ভালো থাকবেন, ধন্যবাদ। 
byebyelarge

No comments