নোকিয়া বাজারে আনতে পারে 'অ্যান্ডরয়েড' স্মার্টফোন!

হ্যালো! আমাদের সবাইয়ের অনেক দিনের প্রশ্ন ছিল যে নোকিয়া কেন অ্যান্ডরয়েড ফোন বাজারে আনেনা যেখানে স্যামসাং এর মতো কোম্পানিরা একটার পর একটা অ্যান্ডরয়েড ফোন এনে বাজার গরম করে রাখছে এবং নোকিয়া  ক্রমসই তলানিতে চলে যাচ্ছে। Nokia-Android-Lumia-Mountain-View-540x383


কিন্তু বর্তমানে মাইক্রোসফট নোকিয়াকে কিনে নেবার পর এখন শোনা যাচ্ছে যে নোকিয়া হয়ত কিছুদিনের মধ্যেই অ্যান্ডরয়েড স্মার্টফোন বাজারে আনবে। প্রথমে শোনা গিয়েছিল যে মাইক্রোসফট কিছু অ্যান্ডরয়েড লুমিয়ার প্রতিরূপের ওপর কাজ করছে কিন্তু এখন খবর পাওয়া গিয়েছে যে তারা ইতিমধ্যেই ১০,০০০ (+) অ্যান্ডরয়েড চালিত স্মার্টফোন বানিয়েও ফেলেছে যার কোডনেম হল "Mountain View" যার দাম সাধারন মানুষের ধরাছোঁয়ার মধ্যেই থাকবে। এমন শোনা যাচ্ছে যে এই স্মার্টফোনটিতে ডুয়্যাল কোড় স্নাপড্রাগন ২০০ প্রসেসর থাকবে, যেটা মাঝারি মানের।
ভবিষ্যতে এমন হয়ত দিন আসবে যখন আমরা 20,000 (বা অন্য) লিমিটেড গুগল প্লে এডিশন নোকিয়া স্মার্টফোনের রিলিজ দেখতে পাব, যেটা দারুন লাগবে। নোকিয়া হইত আবার তার পুরনো অবস্থান ফিরে পাবে। এখন সুধু অপেক্ষা করার পালা।
তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরে আবার কথা হবে। বাই-বাই...........

No comments