হ্যালো! আমাদের মধ্যে যারা উইন্ডোজ ৮ বা উইন্ডোজ ৮.১ ব্যবহার করা শুরু করেছি, তারা অনেকেই বুট করার পরে প্রথমে স্টার্টস্ক্রীনে যাবার পরে তবেই ডেস্কটপে যেতে পারি, এজন্য অনেকে বিরক্ত বোধ করে। তাই আমি আজকে দেখাব কীভাবে Windows 8 / 8.1 -কে বুট করার সময় স্টার্টস্ক্রীনে না গিয়ে সরাসরি ডেক্সটপে বুট করা যায়।

Windows 8 -এর জন্য
- প্রথমে এখানে ক্লিক করে Classic Shell নামক সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
- এবার All Programs -> Classic Shell -> Start Menu Settings -এ গিয়ে অথবা স্টার্ট বোতামের উপর রাইট ক্লিক করে "Settings" অপশনে ক্লিক করুন।
- এবার "Windows 8 Settings" -ট্যাবে গিয়ে "Skip Metro screen" -এর সামনের ফাঁকা বাক্সটিতে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিন।
- ব্যাস......এবার শুধু OK করে রিস্টার্ট করুন এবং দেখবেন সরাসরি ডেস্কটপে চলে আসবেন। আপনি চাইলে যেকোনো সময় টিক চিহ্নটি তুলে দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পাড়বেন।
Windows 8.1 -এর জন্য
অনেকের অভিযোগ থাকায় মাইক্রোসফট উইন্ডোজ ৮.১ -এ সরাসরি ডেস্কটপে যাওয়ার জন্য একটা ডিফল্ট অপশন রেখেছে। এরজন্য নীচের ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে Taskbar -এর উপরে রাইট ক্লিক করে Properties অপশন সিলেক্ট করুন।
- তারপর নতুন উইন্ডো (Taskbar and Navigation properties) খুললে, "Navigation" ট্যাবে যান এবং "Start screen" - সেকসন এর অন্তর্গত "When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start" -এর সামনের ফাঁকা বাক্সটিতে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিন।

ব্যাস এখন আপনি বুট করার পরে সরাসরি ডেস্কটপে এসে পৌঁছাবেন।
পোস্টটি ভালো লাগলে Like, Comment, G+, Tweet করতে ভুলবেন না।
বাই বাই, ভালো থাকবেন।





