হ্যালো! আমরা প্রায় সবাই Ccleaner ব্যবহার করে থাকি, এবং এর অসাধারন কার্যক্ষমতার ব্যাপারে পরিচিত। কিন্তু তাও বলে দিচ্ছি যে এটি আপনার কম্পিউটারকে সর্বদা ফাস্ট করে রাখার জন্য কম সাইজের মধ্যে একটা দারুন সফটওয়্যার। সবাইয়ের কাছেই এই সফটওয়্যারটা থাকা উচিত। এটি যদিও ফ্রীতেই ডাউনলোড করা যায়, তবে ফ্রীতে ডাউনলোড করলে ফ্রী ভার্সনই পাওয়া যাবে, সেজন্য আজকে আমি আপনাদেরকে এর লেটেস্ট ভার্সনের (৪.০৭) Professional এবং Business Edition - দুটোরই ডাউনলোড লিঙ্ক দেব ক্রাক সহ......সম্পূর্ণ বিনামুল্যে!!
ডাউনলোড করার পরে zip ফাইলটি Extract করে সফটওয়্যারটি ইন্সটল করুন। এবার Crack নামক ফোল্ডারে গিয়ে আপনার পচ্ছন্দের ভার্সনটির ফোল্ডার সিলেক্ট করে তার ভিতরে থাকা ফাইলগুলিকে যেখানে Ccleaner ইন্সটল করেছেন, সেখানে গিয়ে পেস্ট করুন এবং সফটওয়্যারটা রান করুন।
ডাউনলোড করার জন্য I agree with the MEGA Terms of Service -এর সামনের ফাঁকা ঘরটিতে ক্লিক করে Download করুন। আপনার ডাউনলোড সেখানেই চলতে থাকবে, ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক্যালি ডাউনলোড বক্স ওপেন হবে, সেখানে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে।
ডাউনলোড করার পরে zip ফাইলটি Extract করে সফটওয়্যারটি ইন্সটল করুন। এবার Crack নামক ফোল্ডারে গিয়ে আপনার পচ্ছন্দের ভার্সনটির ফোল্ডার সিলেক্ট করে তার ভিতরে থাকা ফাইলগুলিকে যেখানে Ccleaner ইন্সটল করেছেন, সেখানে গিয়ে পেস্ট করুন এবং সফটওয়্যারটা রান করুন।
পোস্টটি ভালো লাগলে Like, Comment, Send করতে ভুলবেন না।





No comments