মাইক্রোসফট শেষপর্যন্ত উইন্ডোজ ৭ এর জন্য ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সন ১১ (ফাইনাল) রিলিজ করল ৯৫ টি ভাষাতে......যেটার মজা এতদিন শুধুমাত্র উইন্ডোজ ৮/৮.১ -এর ইউসাররা নিতে পারত। মাইক্রোসফট কথা দিয়েছে যে এই ভার্সনটা আগের থেকে অর্থাৎ ১০ -এর থেকে ৩০% বেশী দ্রুত এবং কার্যকরী হবে।


এটাতে পূর্বের থেকে আরও বেশী সুরক্ষা প্রদান করা হয়েছে। মাইক্রোসফট আরও বলেছে যে IE-11, ২৫ টারও বেশী নতুন এবং উন্নত ওয়েব স্ট্যান্ডার্ড থাকবে, যার মধ্যে আছে- WebGL (GPU-accelerated 3D graphics-এর জন্য), এবং HTML5 videoন-এর মতো নতুন বৈশিষ্ট্য।
যাদের ট্যাবলেট বা কোন টাচ স্ক্রীন ডিভাইস আছে তাদের জন্য IE-11-এ থাকবে আরও ভালো আঙুল নিয়ন্ত্রণ UI (Finger-control UI)।
ডাউনলোড লিঙ্কঃ-
এটিকে ডাউনলোড করার জন্য Windows Update -এ গিয়ে Check for Updates -এ ক্লিক করুন এবং IE-11 for Windows 7-কে সিলেক্ট করে আপডেট করুন, তাহলেই ইন্সটল হয়ে যাবে।
পোস্টটি ভালো লাগলে Like, Comment, g+ করতে ভুলবেন না, ভালো থাকবেন বাই বাই।



No comments