বিশ্ববিখ্যাত আম্পায়ার বার্ডের মূর্তির ‘আঙুলে’ কন্ডোম!!

Bangla-tech-blog

_41854654_bird_pa300
বিশ্ব ক্রিকেটের সেই সম্ভবত সর্বকালের সেরা আম্পায়ার ডিকি বার্ডের ওই আঙুল কত বাঘা বাঘা ব্যাটসম্যানের ক্রিজে ‘মৃত্যু’ ঘোষণা করেছেন...... বছরের পর বছর। বার্নস্লেতে অবস্থিত সেই আম্পায়ার ডিকি বার্ডের ব্রোঞ্জ মূর্তির আঙুলে এখন সেখানকার দর্শনার্থীরা যে যা পাচ্ছেন তা গুঁজে দিয়ে যাচ্ছেন......কুমড়ো দিয়ে তৈরি মুখ-টুখ থেকে শুরু করে মেয়েদের অন্তর্বাস! এমনকী কন্ডোম-ও বাদ নেই!
বোলিং প্রান্তের স্টাম্পের পিছনে দাঁড়িয়ে তিনি যে ভাবে ডান হাতের তর্জনী তুলে আউটের আবেদনে সাড়া দিতেন, ঠিক সেই ভঙ্গির ব্রোঞ্জ মূর্তি। কিন্তু এখন সেই ‘তর্জনী’ ভর্তি নানান অপ্রয়োজনীয়, অশ্লীল জিনিসে। শেষ পর্যন্ত তাঁর মূর্তির ভাস্কর গ্রাহাম ইবসন সিদ্ধান্ত নিয়েছেন মূর্তির বেদি আরও তিন ফুট উঁচু করার। যাতে দর্শনার্থীরা বার্ডের আঙুল ছুঁতে বা নিজেদের প্রিয় জিনিস গুঁজতে না পারেন। স্বয়ং বার্ড অবশ্য হাসতে হাসতে বলেছেন, “এটা বার্নস্লের রসিকতা, ইয়র্কশায়ারের রসিকতা।” প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ার বরং চিন্তিত, সেই ‘রসিকতা’ করতে গিয়ে কোনও দর্শনার্থী তাঁর মূর্তির উপর পড়েটড়ে গিয়ে চোট না পান! :D
সুত্রঃ- ইন্টারনেট


পোস্টটি ভালো লাগলে Like, Comment, g+ করতে ভুলবেন না।

No comments