একটা ভালো মানের কৃত্রিম হাত বানাতে ১০,০০০ ডলারেরও বেশী খরচা হত.........যতদিন না পর্যন্ত 3D প্রিন্টিং-এর আবির্ভাব ঘটে। আমরা বর্তমানে এমন এক যুগে বাস করছি, যেখানে খুব কম খরচে অনেক ধরনের যন্ত্র তৈরি করতে পারি।
১২ বছর বয়সের লিয়ন ম্যাককারথি (Leon McCarthy) যে ম্যাসাচুসেটস-এর মারব্লিহেড-এ বসবাস করে সে তার বাঁ হাতের আঙুল ছাড়ায় জন্মগ্রহন করেছিল। তার কাছে কোন কার্যকরী কৃত্রিম হাতও ছিল না যতদিন না পর্যন্ত তার পিতা পউল ম্যাককারথি (Paul McCarthy) অনলাইন থেকে 3D প্রিন্টারের সাহায্যে কৃত্রিম আঙুল বা হাত তৈরির নিয়মাবলি এবং নকসা খুঁজে পান।
লিয়নের স্কুলে ২,৫০০ ডলারের 3D প্রিন্টার ছিল। মাত্র ৫ থেকে ১০ ডলারের সামগ্রি দিয়ে তারা সেই প্রিন্টারটার সাহায্যে একটা কার্যকরী কৃত্রিম হাত তৈরি করে ফেলে। যখন লিয়ন তার বাঁ হাতটির কব্জিকে সামনের দিকে চাপ দেয় তখন তার আঙুলগুলি দৃঢ়ভাবে জরিয়ে ধরে এবং মুষ্টিবদ্ধ হয়ে পরে, এবং যখন সে কব্জিটিকে পেছনের দিকে চাপ দেয় তখন আঙুলগুলি আবার আগেকার মতো সোজা হয়ে যায় হাতটা খুলে যায়।



