Glary Utilities হল কম্পিউটারকে দ্রুততর করার শ্রেষ্ঠ সফটওয়্যারগুলির মধ্যে একটা।
টি হল আপনার প্রিয় কম্পিউটারকে প্রথমের মতো বা আরও বেশী দ্রুত করার জন্য অনেকগুলি কার্যকরী টুল দ্বারা গঠিত একটা সফটওয়্যার, যেটা আপনার পিসি-কে স্পীড এবং সিকিউরিটি সহ সবদিক থেকে পূর্বের থেকে ভালো করে তুলবে। এটা একদিকে যেমন আপনাকে সফটওয়্যার ইন্সটলেশনের ফলে বা ব্রাউজার চালানোর ফলে সৃষ্টি হওয়া জাঙ্ক ফাইলকে রিমুভ করার অনুমতি দেবে, তেমনই সিস্টেম মেমোরিকে ওপ্টিমাইজ করা, ব্রোকেন শর্টকাটকে রিমুভ করা, স্টার্টআপ সফটওয়্যারকে নিয়ন্ত্রন করা প্রভৃতি কাজ করতেও এটি সক্ষম। আমি নিজে দেখেছি যে এটার বুট ডিফ্রাগমেন্ট এবং রেজিস্ট্রি ডিফ্রাগমেন্ট অসাধারন কাজ করে। এটা উইন্ডোজ ভিস্তা সহ অনেকগুলি ভাষাও সাপোর্ট করে।

এটার কিছু বৈশিষ্ট্যঃ-
  • Disk Cleaner - Removes junk data from your disks and recovers disk space 
  • Registry Cleaner - Clean Registry Scan and clean your registry to improve system performance. 
  • Shortcuts Fixer - Corrects the errors in your startmenu & desktop 
  • Uninstall Manager - Uninstalls programs completely that you do not need any more 
  • Startup Manager - Manages programs which AutoRun 
  • Memory Optimizer - Monitors and optimizes free memory in the background 
  • Context Menu Manager - Manager context menu controls context menu for files and folders ... 
  • Tracks Eraser - Erases all traces of the Internet: events, cookies, internet history ... 
  • File Shredder - Erases files permanently so that no possibility of recovery. 
  • File Undelete - A quick and effective way to restore accidentally deleted files 
  • File Encrypter and Decrypter - Protects your files from unauthorized access and use. 
  • Disk Analyzer - Display disk space occupied by files and folders. 
  • Find duplicate files - Finds and removes duplicated and empty folders 
  • File Splitter and Joiner - Splits large files into smaller manageable, and then rejoin. 
  • Process Manager - Monitors programs that run on your computer, and blocking software - Spyware and Trojans. 
  • Assistant to Internet Explorer - Manages Internet Explorer Add 
  • Windows Standard Tools - Provides direct access to useful features of windows settings, the default .
ডাউনলোড লিঙ্কঃ-

ডাউনলোড লিঙ্কে গিয়ে Free Download -এ ক্লিক করুন, তারপর সঠিক কোড দিয়ে Creat Download Link -এ ক্লিক করে যে লিঙ্ক তৈরী হবে সেটাতে ক্লিক করে ডাউনলোড করুন।
আর ভালো লাগলে Like, Tweet, Share করুন। 

Glary Utilities Pro 4.0.0.53 -আপনার পিসি-কে করবে দারুন ফাস্ট

হ্যালো! আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি Wise Care 365 Pro 2.87 Build 23।
টা আপনার কম্পিউটারকে ফাস্ট করার জন্য দারুন একটা সফটওয়্যার। এর ব্যবহারে আপনি আপনার পিসি-কে আরও দ্রুত করে তুলতে পারবেন। এটি ব্যবহারে খুবই সোজা এবং দারুন কার্যকরী। এটার নিয়মিত ব্যবহারে আপনার কম্পিউটার আর আস্তে আস্তে স্লো হয়ে পরবে না। তাছাড়া এটাতে এমন নতুন জিনিস দেখবেন যা হয়তো আগে কোনদিন দেখেননি। এটা যেমন আপনার কম্পিউটারকে দ্রুততর করে তুলবে তেমনই কম্পিউটারে জমে থাকা জাঙ্ক ফাইলকে ডিলিট করে আপনার ড্রাইভের জায়গা ফাঁকা করবে।

তাহলে আসুন একনজরে দেখে নেই এর কার্যকারিতাঃ- 
• Clean up, defragment and optimize the Windows Registry
• Defragment and free up space on your hard disk
• Protect your privacy by erasing personal tracking data
• Recover lost files
• Hide important files or folders
• Prevent unauthorized use of personal applications
• Auto shut down your PC
• Free up Memory to boost game and enterprise software performance
• Simple "One Click Tune-up" option will optimize your PC


ডাউনলোড লিঙ্কঃ- 

ডাউনলোড লিঙ্কে গিয়ে Free Download -এ ক্লিক করুন, তারপর সঠিক কোড দিয়ে Creat Download Link -এ ক্লিক করে যে লিঙ্ক তৈরী হবে সেটাতে ক্লিক করে ডাউনলোড করুন।

ডাউনলোড করুন Wise Care 365 Pro 2.87 -একদম ফ্রীতে।

আমরা প্রায়ই শুনে থাকি যে নিয়মিত হাঁটা স্বাস্থের পক্ষে ভালো, কিন্তু কথাটাকে নিয়ে কোনদিন বেশী মাথা ঘামায়নি...কিন্তু আজকের আমার এই পোস্টটা দেখার পরে একটু হলেও হয়তো মাথা ঘামাবেন।

খন এটা প্রমাণিত হয়েছে যে, নিয়মিত না হাঁটলে মরণব্যাধি ক্যান্সারসহ হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। হতে পারে অকালমৃত্যু। সম্প্রতি র‌্যামব্লার্স এবং ম্যামিলান নামে এক গবেষণা সংস্থা এক প্রতিবেদনে এই মত প্রকাশ করেছে।

তাছাড়াও, পা কে শরীরের সেকেন্ড হার্ট বলা হয় কারন, মাধ্যাকর্ষণজনিত প্রভাবে শরীরের রক্তের নিচের ভাগে জমে থাকার প্রবণতা বেশি থাকে, তবে,হাঁটলে পেশি সংকোচন-প্রসারণের ফলে রক্তপ্রবাহ ব্রেইন সহ শরীরের উপরের অন্যান্য ভাগে সমভাবে সন্ঞ্চালিত হয় ফলে শরীর সুস্থ থাকে।

প্রাচীণ মানুষদের ব্রেইন ছোট ছিল, কিন্তু হার্ট ছিলো বেশী স্ট্রং কিন্তু ধীরে ধীরে বিবর্তনের ফলে ব্রেইনের আকার বেড়েছে তবে, হৃদপিন্ড হয়েছে দুর্বল। একমাত্র মানুষ ছাড়া অন্য কোন পশু পাখির মধ্যে মায়োকার্ডিয়াক এট্যাক অর্থাত্‍ হার্টের অসুখ দেখা যায় না।

প্রতিবেদনটিতে বলা হয়েছে যে, যদি কেউ প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট হাঁটে তবে তার শরীরে রোগব্যাধির পরিমাণ কম হয়। বড় ধরনের অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু প্রতি তিনজনের মধ্যে একজনও অফিস, স্কুল বা অন্যান্য কাজসহ সপ্তাহে ৩০ মিনিটের বেশী হাঁটে না।

নিয়মিত না হাঁটার কারণে অকালমৃত্যু হতে পারে। আর এই অকালমৃত্যুর হাত থেকে বাঁচতে হলে আমাদের সবার নিয়মিত কমপক্ষে ২০ মিনিট করে হাঁটা উচিত।


তাই মোটা-পাতলা কোন কথা নয়...সবাই নিয়মিত হাঁটুন ও সুস্থ থাকুন।
আর পোস্টটা ভালো লাগলে Like ও Share করে সবাইকে এই ব্যাপারে জানিয়ে দিন...
(সংগৃহীত)

হাঁটাচলা না করলে ক্যান্সার,হৃদরোগসহ মৃত্যু পর্যন্ত হতে পারে!!

হ্যালো! রাগবসত আমরা অনেক কাজই করে ফেলি যেগুলোকে আমরা রাগ কমার পরে বুঝতে পারি, এদের মধ্যে অনেক ভুল মারাত্মক হতে পারে...যার মাসুল সারা জীবন পর্যন্ত গুনতে হয়। তাই আজকের এই টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে আশা করি।


তাহলে আর সময় নষ্ট না করে, চলুন টিপসগুলো জেনে নেওয়া যাকঃ-

১. হঠাৎ করে রেগে গেলে মনে মনে প্রথমে ১ থেকে ১০ গুনুন। এর পর আবার উল্টো দিক থেকে অর্থাৎ ১০ থেকে ১ গুনুন। তাহলে দেখবেন অনেকটাই চলে গেছে রাগ।

২. রেগে গেলে প্রতিটা কথা বলার আগে ৫ সেকেন্ড করে সময় নিয়ে চিন্তা করুন। কারণ রেগে গেলে অনেক সময় এমন অনেক কথা বলা হয় যা অন্যের এবং নিজের জন্য ক্ষতিকারক।...

৩. বসে পড়ুন। কারণ, দাঁড়িয়ে থাকা অবস্থায় মানুষ বেশি রাগ প্রকাশ করে। সম্ভব হলে শুয়ে পড়া ভালো। রেগে গেলে শুয়ে পড়লে রাগ অনেকটাই চলে যায়।
৪. রাগ করলে কারো সাথে কথা না বলে চুপচাপ নিজের রুমে বসে থাকুন। কিছুক্ষণ পরে রাগ কমে গেলে আপনার রাগ করার কারণ বুঝিয়ে বলতে পারেন।

৫. রাগে অহেতুক ভাঙচুর না করে পুরোনো খবরের কাগজ ছিঁড়ুন। কাগজ ছিঁড়লে রাগ কমে যায় একেবারেই। তাই কাঁচের জিনিস কিংবা সাধের ফোনটা না ভেঙ্গে অপ্রয়োজনীয় খবরের কাগজ ছিড়ে কুচি কুচি করুন। তাহলে রাগ ধুলোয় মিশে যাবে।
By- দেহ

ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, আর লাইক, টুইট করুন। :)

রাগ নিয়ন্ত্রণের ৫টি কার্যকরী উপায়...জেনে রাখুন।

হ্যালো আজকে আপনাদের পিসি-এর জন্য নিয়ে এলাম বিশ্ববিখ্যাত গেম Angry Birds-এর লেটেস্ট ভার্সন  Angry Birds Star Wars II (v1.01)


এ জগতে এমন লোক খুব কমই পাওয়া যায় যারা এই গেমটা খেলেননি। তবুও, যারা এখনও পর্যন্ত এই গেমটা খেলেননি তারা শীঘ্র ডাউনলোড করে ফেলুন আর দেখুন এই গেমটা কেন এত বিখ্যাত। আর তাছাড়া আমি এটির পোর্টেবল ভার্সন দেব অর্থাৎ ইন্সটলেশন বা আক্টিভেশন কোন ঝামেলাই করতে হবে না। শুধু ডাউনলোড করা জিপ ফাইলটাকে এক্সট্রাকট করুন আর প্রোগ্রামটাকে রান করুন তাহলেই হবে, আপনি ফাইলটাকে যেকোনো জায়গায় রাখতে পারেন।

বৈশিষ্ট্যঃ-
  • JOIN THE PORK SIDE! For the first time ever play as the pigs! Wield Darth Maul’s double-bladed Lightsaber, or play as Darth Vader, General Grievous and other villains!
  • 30+ PLAYABLE CHARACTERS! Our biggest line-up ever of playable characters – Yoda, pod-racing Anakin, Mace Windu, Jango Fett and many more!
  • TELEPODS! A groundbreaking new way to play! Now teleport your favorite characters into the game by placing your Angry Birds Star Wars Telepods* figures on your device’s camera!
  • BECOME A JEDI OR SITH MASTER! So many Bird and Pork Side levels to master, plus a bonus reward chapter and a ton of achievements to unlock!
  • SWAP CHARACTERS AS YOU PLAY! Switch characters in the slingshot at any time – yours to earn or purchase!
  • ToonsTV READY TO GO! The home of the hugely popular Angry Birds Toons animated series, plus many other top-quality videos!

ডাউনলোড লিঙ্কঃ- 



বা,  


গেমটি ভালো লাগলে Like, Share, Tweet করুন। বাই বাই...


ডাউনলোড করুন Angry Birds Star Wars II (v1.01)