‘শর্টকাট ভাইরাস’ থেকে চিরমুক্তি পাওয়ার উপায় – অবশ্যই জেনে রাখুন!!

groldz.com-shortcuts_thumb[4]
হ্যালো! এখনকার সময়ের একটি মারাত্মক ভাইরাসটি হল "শর্টকাট ভাইরাস"........ যেটিকে অনেক অ্যান্টিভাইরাসে শনাক্ত করতে পারে না আর যারা করতে পারে তারা ফাইল গুলিকে রিস্টোর করতে পারে না!! এবং যার কাজ হল আপনার পেনড্রাইভ , ফোন মেমোরি , এক্সটারনাল হার্ডড্রাইভ , মেমরি স্টিক - প্রভৃতি বিভিন্ন জিনিসের ভেতরে থাকা সমস্ত ফোল্ডারগুলিকে শর্টকাটে পরিনত করা, যেগুলিতে ক্লিক করলে  “Shortcut missing…!” দেখায়... অর্থাৎ খোলার কোন উপায় থাকেনা। অনেকেই  বিভিন্ন  পদ্ধতিতে ফাইলগুলিকে কপি  করে তারপর ড্রাইভটিকে ফরম্যাট করার ঝামেলা করে তাও ভাইরাস তারাতে পারে না,কিন্তু টেনশন করবেন না, কারণ আজকে আমি এই ভাইরাসের হাত থেকে পুরোপুরি বাঁচার উপায় দেখাব কপি-ফরম্যাটের ঝামেলা ছাড়ায়।


তাহলে আর সময় নষ্ট না করে উপায়গুলি বলে ফেলিঃ-


ধাপ ১ ঃ-
  • এইখানে ক্লিক করে "AutorunExterminator" ডাউনলোড করে ফেলুন। ডাউনলোড করা Zip ফাইলটিকে Extract করুন এবং AutorunExterminator -এ ডবল ক্লিক করে বা রাইট ক্লিক > ওপেন করে আপনার ড্রাইভটিকে প্লাগ-ইন করুন। এটি আপনার ড্রাইভে থাকা autorun.inf ফাইলটিকে মুছে ফেলবে।
ধাপ  ২ ঃ-
  • আপনার ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্ত ড্রাইভটিকে কম্পিউটারে প্লাগ-ইন করুন। এবার Run বক্সে গিয়ে (Win+R টিপে) cmd লিখে এন্টার মারুন, এরফলে  কম্যান্ড বক্স  খুলবে।
  • এবার ধরুন যদি আপনার ক্ষতিগ্রস্ত ড্রাইভটা G: ড্রাইভ হয় তাহলে কম্যান্ড বক্সের মধ্যে   attrib -h -r -s /s /d g:\*.*   এটিকে কপি করুন এবং কম্যান্ড বক্সে পেস্ট করে এন্টার মাড়ুন। (অন্য নামের ড্রাইভের ক্ষেত্রে g: এর জায়গাই অন্য লেটার হবে।)
ধাপ  ৩ ঃ-

বি.দ্র. ঃ- সবসময় একটি ভালো আপডেটেড অ্যান্টিভাইরাস ব্যবহার করুন যেমন ESET।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ...ভাল লাগলে Like & Comment করতে ভুলবেন না......ভাল থাকবেন।