ডাউনলোড করুন তিনটি নতুন জোশ স্কিন প্যাক আপনার Windows-এর জন্য (Mac Mavericks , Windows 8.1 এবং Ubuntu 12.10)

হ্যালো! আপনাদের Windows -এর জন্য  নিয়ে এসেছি তিনটি দারুন স্কিন প্যাক, যথা- Mac Mavericks , Windows 8.1 এবং Ubuntu 12.10
আপনাকে কোন থিম বা কোন প্রকারের আলাদা সফটওয়্যার ইন্সটল করতে হবে না বা কোন প্যাচ মারতে হবে না। সব কাজই এই স্কিন প্যাক করে দেবে, আপনাকে শুধুমাত্র কোন কোন সফটওয়্যার ব্যবহার করবেন তা সিলেক্ট করতে হবে। তাছাড়া এগুলি যথেষ্ট সেফ, এগুলিকে আপনি যেকোনো সময় আনইন্সটল করে দিতে পারবেন কোন ঝামেলা ছাড়ায়।
আপনার আগে থেকেই যদি কোন স্কিনপ্যাক ইন্সটল করা থাকে তাহলে প্রথমে সেটাকে আনইন্সটল করুন।
যদি কোন সফটওয়্যারের না দরকার হয় তাহলে স্কিনপ্যাক এর সেটিং মেনু থেকে সেটাকে disable করতে পারবেন।

এবার স্কিনপ্যাক গুলির দিকে নজর দেওয়া যাক-

(1) প্রথম স্কিন প্যাকটি হল Mac OS X Mavericks -এর স্কিন প্যাক, অর্থাৎ এটি আপনার Windows 7/8/Xp (x86_x64) -কে              Mac OS X Mavericks-এর লুক দেবে, এর একটি স্ক্রীনসট নীচে দিলাম (আপনি চাইলে বড় করে দেখতে পারেন) -Mavericks7
                                                       -: ডাউনলোড লিঙ্ক :-
(2)  দ্বিতীয় স্কিন প্যাকটি হল Windows-এর লেতেস্ট ভার্সন Windows 8.1 বা Windows Blue -এর। এই স্কিন প্যাকটি                          আপনার Windows 7/Xp (x86_x64) -কে Windows 8.1 -এর লুক দেবে। স্ক্রীনসট- 8.17
                                                         -: ডাউনলোড লিঙ্ক :-
 (3)    তৃতীয় এবং সর্বশেষটি হল Ubuntu 12.10 (Quantal Quetzal) -এর স্কিন প্যাক যা আপনার Windows 7 / 7-sp1 / Xp                (x86_x64) -কে Ubuntu 12.10 -এর লুক দেবে। স্ক্রীনসট-
ubuntu
                                                          -: ডাউনলোড লিঙ্ক :-
আজ তাহলে এপর্যন্তই থাকলো, আবার পরে অন্যকিছু নিয়ে আসবো
ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।।
যদি উপরের স্কিনপ্যাক গুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে Like এবং Comment করে আমাকে সেটা বোঝান।