হ্যালো! আমরা ইউটিউব, ডেইলিমোশন, মেটা-ক্যাফে প্রভৃতি বিভিন্ন সাইট থেকে ভিডিও ডাউনলোড করার সময় বিভিন্ন ঝামেলায় পড়ি। ভিডিওগুলি ডাউনলোড করার জন্য বিভিন্ন সফটওয়্যার থাকলেও তারা অনেক প্রবলেম করে এবং ভিডিও সাইজকেও অনেক সময় বাড়িয়ে দেয়, তাছাড়া বাড়তি সফটওয়্যার ইন্সটলেশনের ঝামেলাতো আছেই। সেইজন্য আজকে আমি দেখাব যে কীভাবে অনেকগুলি বিখ্যাত সাইট থেকে কোন সফটওয়্যার ছাড়ায় ভিডিও ডাউনলোড করতে হয়।
আমরা অনেকেই হয়তো জানিনা যে অনেক সাইটের ভিডিওগুলি Rapidshare, FileFactory- সাইটে হোস্ট করা থাকে, এবং এগুলিকে ডাউনলোড করাও খুবই সহজ। নীচে আমি এরকম কয়েকটি সাইটের নাম দিলাম -
| youtube.com | metacafe.com | break.com |
| dailymotion.com | vimeo.com | sevenload.com |
| mail.ru | smotri.com | yandex.ru |
| rambler.ru | tvigle.ru | intv.ru |
| facebook.com | livejournal.com | vkontakte.ru |
| liveinternet.ru | guitar-tube.com | gametrailers.com |
| own3d.tv | twitch.tv | zaycev.net |
| 1tv.ru | rutv.ru | ntv.ru |
| vesti.ru | mreporter.ru | karusel-tv.ru |
| autoplustv.ru | russia.ru | amik.ru |
| life.ru | a1tv.ru | skillopedia.ru |
| kiwi.kz |
১ম পদ্ধতিঃ- ভিডিওগুলি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান তার লিঙ্কটাকে (URL Address) কপি করুন।
- এবার এই সাইটটিতে যান এবং ফাঁকা বাক্সটিতে লিঙ্কটি পেস্ট করে এন্টার টিপুন বা Download লেখাটিতে ক্লিক করুন।
- এরপর আপনি ডানদিকে আপনার ভিডিওটির আলাদা আলাদা প্রকারের (কোয়ালিটির) ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন।
- এখন আপনার যেটা পছন্দ সেইটাতে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করুন। ব্যাস কাজ শেষ।
২য় পদ্ধতিঃ- আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান তার লিঙ্কের আগে "savefrom.net/" অথবা "sfrom.net/" বসান এবং এন্টার মারুন।
৩য় পদ্ধতিঃ- খুব সহজেই ডাউনলোড করার জন্য আপনার ব্রাউজারের জন্য অ্যাড-অন পাওয়া যাবে।
- এটিকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
- এই অ্যাড-অন টিকে আপনার ব্রাউজারে অ্যাড করার ফলে যেসব ভিডিও সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যাবে তার পাশে ডাউনলোড চিহ্ন উঠে পড়বে। (নীচের মতো)
- এটিতে ক্লিক করলেই ১ সেকেন্ডের মধ্যেই আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে।
ইউটিউবের জন্য ঃ- বেশীরভাগ সময়ই আমাদের ইউটিউবের ভিডিওর বেশী দরকার থাকে, তারজন্য একটা শর্টকাট আছে।
এরজন্য আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান তার লিঙ্কটাতে "www." -এর পাশে "ss" অক্ষরদুটিকে যোগ করুন এবং এন্টার মারুন (খেয়াল করবেন যেন ss ওয়ার্ডদুটি dot এর ডানপাশে থাকে)।
এরজন্য আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান তার লিঙ্কটাতে "www." -এর পাশে "ss" অক্ষরদুটিকে যোগ করুন এবং এন্টার মারুন (খেয়াল করবেন যেন ss ওয়ার্ডদুটি dot এর ডানপাশে থাকে)।

র্যাপিডশেয়ার -এর জন্য ঃ- র্যাপিডশেয়ারের জন্য "www." -এর পাশে "s" অক্ষরটিকে যোগ করুন এবং এন্টার মারুন ।
এবার আপনি সরাসরি সেই সাইটটিতে পৌঁছে যাবেন। এখন সুধু ডাউনলোড কোয়ালিটিটা বাছুন এবং ডাউনলোড করুন। এনজয়......
লেখাটি ভালো লাগলে Like ও Comment করে আপনার মতামত দিন... বাই বাই





