হ্যালো! আমাদের মধ্যে যারা উইন্ডোজ ৮ বা উইন্ডোজ ৮.১ ব্যবহার করা শুরু করেছি, তারা অনেকেই বুট করার পরে প্রথমে স্টার্টস্ক্রীনে যাবার পরে তবেই ডেস্কটপে যেতে পারি, এজন্য অনেকে বিরক্ত বোধ করে। তাই আমি আজকে দেখাব কীভাবে Windows 8 / 8.1 -কে বুট করার সময় স্টার্টস্ক্রীনে না গিয়ে সরাসরি ডেক্সটপে বুট করা যায়।

Windows 8 / 8.1-এ স্টার্টস্ক্রীনে না গিয়ে সরাসরি ডেক্সটপে বুট করুন।