রাইট ক্লিক কনটেক্সট মেনুতে আপনার প্রিয় শর্টকাট অ্যাড করুন (Windows 7/8 -এ)।

হ্যালো! আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট পোর্টেবল সফটওয়্যারের ব্যাপারে বলব যার নাম হচ্ছে "Right Click Context Menu Adder"। নাম শুনেই হয়তো বুঝে ফেলেছেন যে  এর কাজ কী, তবুও বলে রাখি যে, এটি আপনার Windows 7 বা Windows 8 (32-bit ও 64-bit উভয়) -এর রাইট ক্লিক কনটেক্সট মেনুতে আপনার পচ্ছন্দের কোন প্রোগ্রামের শর্টকাট, ওয়েবসাইটের লিঙ্ক, কোন ফাইল বা ফোল্ডারের শর্টকাট খুব সহজেই এবং দ্রুত অ্যাড করে দেবে কোন ঝামেলা ছাড়ায়, অর্থাৎ আপনাকে নিজে থেকে উইন্ডোজ রেজিস্ট্রি এডিট করতে হবে না, এই সফটওয়্যারটিই সব কাজ করে দেবে। স্ক্রীনসট, ডাউনলোড লিঙ্ক ও পদ্ধতি নীচে দিলাম.........

♦ স্ক্রীনসটঃ- 

dawdadaw

♦ ডাউনলোড লিঙ্কঃ- 

download
♦ পদ্ধতিঃ-
  • প্রথমে ডাউনলোড করা zip ফাইলটিকে কোন জায়গাই Extract করুন এবং Right Click Context Menu Adder 2.0.exe ফাইলটিকে ওপেন করুন।
  • এবার নীচের চিত্রটি দেখে পরের ধাপগুলো অনুসরণ করুনঃ-                                                1
  • (1) প্রথমে 'Add items to menu' ট্যাবের "item type to add"-এ আপনার শর্টকাটের প্রকৃতি সিলেক্ট করুন (প্রোগ্রাম/ফোল্ডার/ওয়েব অ্যাড্রেস/ফাইল)।
  • (2) এবার "programme to add" -এ নীচে Search অপশনে গিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রাম/ফোল্ডার/ওয়েব অ্যাড্রেস/ফাইল-টিকে সিলেক্ট করুন।
  • (3) যদি কোন বিশেষ আইকন আনতে চান তাহলে 'Context menu details' -এর অন্তর্গত "Icon to show on menu" -তে আপনার পচ্ছন্দের আইকনটি সিলেক্ট করুন।
  • (4) পাশের ফাঁকা জায়গাটিতে আপনার আইকনটি সাপোর্ট করবে কিনা বা মানাবে কিনা দেখতে পাবেন।
  • (5) এবার "position on menu" -র নীচে ক্লিক করে আপনার শর্টকাটএর জায়গা ঠিক করুন (উপরে/মধ্যে/নীচে)।
  • (6) শর্টকাটটিকে আপনার পচ্ছন্দের নাম দেওয়ার জন্য "Text on menu" -তে ক্লিক করে নাম দিন।
  • (7) এবার শেষে "Add only to Desktop" অথবা "Add to Desktop and folders"-বাছুন, অর্থাৎ আপনি শর্টকাটটিকে শুধু ডেক্সটপে না সমস্ত জায়গায় দেখতে চান তা বাছুন।
  • (8) এখন আপনার সমস্ত কাজ শেষ হলে "Add to Context Menu" -তে ক্লিক করলেই "Added" লেখা উঠবে আপনার কাজ শেষ। আমি নীচে আমার ইউসার প্রোফাইলের শর্টকাট অ্যাড করে দেখিয়েছি।                                                                           2
  • উপরের কাজগুলি করার পড়ে আপনি রাইট ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার কনটেক্সট মেনুতে আপনার প্রিয় শর্টকাটটি অ্যাড হয়ে গেছে।
  • 3
  • এখন যদি আপনার শর্টকাটগুলিকে রিমুভ করার ইচ্ছা থাকে তাহলে দ্বিতীয় ট্যাব অর্থাৎ "Remove items from menu" -তে ক্লিক করে আপনার শর্টকাটটি সিলেক্ট করে রিমুভ করে দিতে পারেন।
 আজকে এখানেই রইল, পড়ে কথা হবে, বাই বাই। ভালো লাগলে Like ও Comment করে জানাবেন।
Have-A-Great-Day

No comments