সর্বশ্রেষ্ঠ ওয়েব ব্রাউজার 2013 - (না দেখলে মিস)!

হ্যালো!! আজকে আমি আপনাদের একটা বড় প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, যে কোনটা হল সবথেকে ভালো কম্পিউটার ব্রাউজার। আমরা অনেক সময় খুব ঝামেলাতে পড়ি যে দুনিয়াতে এত ব্রাউজার থাকতে কোনটা ছেড়ে কোনটা ইউস করি। তাই আমি নীচে আপনাদের দরকার অনুযায়ী কোনটা সবচেয়ে ভালো ব্রাউজার সেটা বলছি, আর সবচেয়ে নীচে আছে সবদিক থেকে বিচার করে পাওয়া সবথেকে ভালো ব্রাউজার।

browsers2

স্পীডের দিক থেকে সর্বশ্রেষ্ঠ ব্রাউজার

internet-explorer-10-for-windows-7-16-535x535

সঠিক ব্রাউজার নির্বাচন করার একটি খুবই গুরুত্বপূর্ণ দিক হল স্পীড। আপনারা জানলে ভালো মতোই অবাক হবেন যে স্পীডের দিক থেকে বেস্ট ব্রাউজার হল Internet Explorer 10, হ্যাঁ ঠিকই দেখেছেন  বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে টেস্ট করে যেমন -”SpeedBattle”,“SunSpider”) সবথেকে দ্রুতগতির ব্রাউজার হয়েছে IE 10, যদিও   IE 9 -এর পূর্বের ব্রাউজাররা তাদের স্পীডের জন্য কুখ্যাত।
আমরা বিস্মিত হয়েছি যে IE 10 রেজাল্ট করেছে 127.13 ms যেখানে  Google Chrome -এর স্কোর 168.41 ms এবং FireFox -এর 189.95 ms.


অ্যাড-অন্স এর দিক থেকে সর্বশ্রেষ্ঠ ব্রাউজার

Mozilla Firefox
অ্যাড-অন্স হল ব্রাউজার নির্বাচন করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক আর এই দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছে Mozilla FireFox ব্রাউজার যেটা বহুলভাবে ব্যাবহৃত একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার। যদিও Chrome -ও দিক দিয়ে FireFox -এর থেকে খুব একটা পিছিয়ে নেই। উভয় ব্রাউজারেরই খুবই ভালো “Add-On Stores” আছে যেখানে আপনারা দারুন দারুন সব অ্যাড-অন্স ডাউনলোড করতে পারবেন যেগুলি আপনার ওয়েব এক্সপেরিয়েন্সকে আরও ভালো করে তুলবে। Firefox -কে আপনি নিজের ইচ্ছামত সাজিয়ে-গুছিয়ে নিতে পারবেন। একে পুরোপুরিভাবে স্কিনড করে নিতে পারবেন। এর এমন অনেক সুভিধা আছে যেগুলি অনেকেই হয়তো জানেন না।


প্রাইভেসি এর দিক থেকে সর্বশ্রেষ্ঠ ব্রাউজার

internet-explorer-10-for-windows-7-16-535x535
প্রাইভেসির দিক থেকে সবথেকে এগিয়ে আছে আবারও Internet Explorer 10, যদিও Chrome, Firefox এগুলিও পিছিয়ে নেই। Google Chrome -ই প্রায় প্রথমে নিয়ে এসেছিল “Incognito” মোড। কিন্তু  Internet Explorer 10 আপনাকে আলাদা আলাদাভাবে বিভিন্ন জিনিস ব্লক করার সুযোগ দেয় তাছাড়া এটি আপনার প্রাইভেসিকে বিভিন্নদিক দিয়ে সুরক্ষা প্রদান করবে এবং Chrome ও এই কাজে প্রায় সমানভাবে পারদর্শী। আসলে এইসব ব্রাউজারগুলি প্রাইভেসির দিক দিয়ে প্রায় সমান। এগুলি আপনার অনলাইন সুরক্ষার জন্য প্রায় একইরকম কাজ করে থাকে।



HTML 5 -এর কম্পাব্লিটির দিক থেকে সর্বশ্রেষ্ঠ ব্রাউজার

maxthon

HTML 5 সৃষ্টি হবার পর থেকে আস্তে আস্তে ওয়েব দুনিয়াতে এর প্রবেশ ঘটছে। মানুষরা ধীরে ধীরে বুঝতে পারছে যে এটা কতটা শক্তিশালী এবং এর প্রয়োজনীয়তা কী।HTML 5 এর দিক থেকে সবচেয়ে ভালো ব্রাউজার হচ্ছে Maxthon, যেটা আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করছে, যদিও Chrome, Opera এবং Firefox-ও এই টেস্টে খুবই ভালো রেজাল্ট করেছে।
500-এর মধ্যে Google Chrome-এর স্কোর হল 463 যেখানে Internet Explorer-এর খুবই কম 323 এবং সবাইকে অবাক করে দিয়ে বিজয়ী হল Maxthon যার স্কোর হল 474, যেটা খুবই ভালো।


সবদিক বিচার করে সর্বশ্রেষ্ঠ ব্রাউজার

Chrome-logo-2011-03-16
এখন সময় হল সবথেকে বড় প্রশ্নের জবাব দেওয়ার যে সবদিক থেকে ভালো ব্রাউজার কে। সমস্ত ধরনের টেস্ট থেকে এবং সেগুলি থেকে পাওয়া তথ্যগুলি বিচার করে আমাদের আজকের সর্বশ্রেষ্ঠ ব্রাউজার হচ্ছে Google Chrome, যেটা বিশ্বব্যাপী সবথেকে বেশী ব্যাবহৃত ওয়েব ব্রাউজার। যদিও এটি পূর্বের একটিও টেস্ট জিতেনি কিন্তু এর গড় রেজাল্ট হল সবাইয়ের থেকে ভালো। এটি প্রত্যেকটি টেস্টেই বিজয়ীর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল এবং শেষে নিজেই বিজয়ী হিসাবে বেড়িয়ে গেল। তাই আপনারা যারা একটা ওভারঅল ভালো ব্রাউজার চাইছেন তারা এটিকে এখনি ডাউনলোড করে ফেলুন।
আজকের মতো এখানেই থাক, পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনার এই ব্যাপারে কোন             মতামত থাকে তাহলে আমাকে Comment -এ জানান, আর যদি আপনার পোস্টটা ভালো লাগে তাহলে         Like ও Comment করতে ভুলবেন না।