গরমের হাত থেকে আপনাকে রেহাই দিতে পারে এক গ্লাস লাল টুকটুকে তরমুজের শরবত।


  কী কী লাগবেঃ-

১) তরমুজ-১টা(মাঝারি সাইজের),

২) চিনি-৩টেবিল চামচ ,

৩) নুন বা বিট নুন-স্বাদ মতো ,

৪) চাট মশলা-স্বাদ মতো ,

৫) বরফ এবং 

৬) জল

কীভাবে বানাবেনঃ-

তরমুজের খোসা ছাড়িয়ে বিচি ফেলে ছোট ছোট টুকরোয় কেটে নিন। ব্লেন্ডারে চিনি ও তরমুজের টুকরো একসঙ্গে ভাল করে ব্লেন্ড করে নিন। মিশ্রণে স্বাদ মতো নুন বা বিটনুন, চাট মশলা ও জল ভাল করে মিশিয়ে নিয়ে লম্বা কাঁচের গ্লাসে ঢেলে ওপরে বরফকুটি দিয়ে পরিবেশন করুন। অথবা ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। 

খুব সহজেই তরমুজের শরবত বানানো শিখুন ও গরমেও থাকুন তরতাজা।

উইন্ডোজের রান কমান্ডের ব্যাপারে আমরা সবাই জানি, কিন্তু এর ব্যবহারের বেশীরভাগটাই জানি না। কোন কিছু দ্রুত চালু করতে রান কমান্ডের কোন জুড়ি নেই। বেশ কয়েকটা ক্লিক করে কোন কিছু চালু করার চেয়ে তার কমান্ড জানা থাকলে Start > Run এ গিয়ে অথবা কী-বোর্ড থেকে Win Key + R প্রেস করে অথবা উইন্ডোজ ৭ হলে স্টার্ট-এ সার্চ বক্সে কমান্ডটা লিখে এন্টার দিয়ে সেটা চালু করা অনেক বেশি সহজ এবং দ্রুততর পদ্ধতি।

নিচে প্রয়োজনীয় কিছু কমান্ড এবং তাদের কার্যকারিতা দেওয়া হল :

calc – ক্যালকুলেটর

charmap - ক্যারেক্টার ম্যাপ

clipbrd – উইন্ডোজ ক্লিপবোর্ড ভিউয়ার

explorer – উইন্ডোজ এক্সপ্লোরার

control – কন্ট্রোল প্যানেল

dxdiag – ডাইরেক্ট এক্স ডায়াগনসটিক ইউটিলিটি

logoff – কম্পিউটার লগ অফ

mspaint – পেইন্ট

notepad – নোটপ্যাড

osk – অনস্ক্রীন কী-বোর্ড

regedit – রেজিস্ট্রি এডিটর

sndrec32 – সাউন্ড রেকর্ডার

shutdown – কম্পিউটার শাটডাউন

sndvol32 – সাউন্ড কার্ড ভলিউম কন্ট্রোল

taskmgr – টাস্ক ম্যানেজার

wmplayer – উইন্ডোজ মিডিয়া প্লেয়ার

winWord – মাইক্রোসফট ওয়ার্ড

winipcfg – উইন্ডোজ ভার্সন

write – ওয়ার্ড প্যাড

. – কারেন্ট ইউজার‘স ফোল্ডার

.. – ডকুমেন্টস এন্ড সেটিংস ফোল্ডার

– মাই কম্পিউটার

desktop – ডেস্কটপ ফোল্ডার

fonts – ফন্টস ফোল্ডার

system – সিস্টেম ফোল্ডার

system32 – সিস্টেম 32 ফোল্ডার

এছাড়া যেকোন ফাইল বা ফোল্ডারের পাথ এবং যেকোন সাইটের ইউআরএল টাইপ করে এন্টার দিলে সেটাও চালু হবে।

রান (Run) বক্স/কমান্ডের ব্যবহার দেখতে এখানে ক্লিক করুন...