আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের কে দেখাবো মোবাইল সার্ভিসিং এর দোকানে বা কাস্টোমার কেয়ার সেন্টারে না গিয়ে আপনি নিজেই কিভাবে আপনার নোকিয়া মোবাইলের সিকিউরিটি কোড রিসেট করবেন।
আজ আমি আপনাদের কে দেখাবো মোবাইল সার্ভিসিং এর দোকানে বা কাস্টোমার কেয়ার সেন্টারে না গিয়ে আপনি নিজেই কিভাবে আপনার নোকিয়া মোবাইলের সিকিউরিটি কোড রিসেট করবেন।
আপনারা সবাই জানেন নোকিয়া মোবাইলের ডিফল্ট সিকিউরিটি কোড হিসেবে ‘12345’ সেট করা থাকে। আমাদের মোবাইলের নিরাপত্তার জন্য আমরা এই ডিফল্ট কোডটি কে চেঞ্জ করে আমাদের নিজেদের পছন্দ মত কোড দিয়ে থাকি। কিন্তু যখন দরকার তখন সিকিউরিটি কোড টি এনাবল করতে গেলে ডিফল্ট কোড চেঞ্জ করে কি কোড দিয়েছিলাম তা আর কিছুতেই মনে পরে না।
এক্ষেত্রে যাদের ওয়ারেন্টি থাকে তারা কাস্টোমার কেয়ারে নিয়ে যান আর যাদের থাকে না তারা কোন মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়া যান। ক্ষেত্রবিশেষে দেখা যায় যে বেশ কিছু টাকা খরচ হয়ে যায় সিকিউরিটি কোড রিসেট বা আনলক করাতে কিন্তু এখন থেকে আর লাগবেনা, আপনি নিজেই তা পারবেন।
এবার কাজের কথায় আসা যাক।
- এর জন্য প্রথমেই যা লাগবে তা হল একটা কম্পিউটার (অবশ্যই) আর আপনার সেটের জন্য একটি ডাটা ক্যাবল। যা নতুন সেট কিনার সময় সাথে দিয়ে থাকে। আর না থাকলে দোকান থেকে কিনে নিতে পারবেন।
- আর দ্বিতীয়ত যা লাগবে তা হলো ৫৬৩ কিলোবাইটের একটি পোর্টেবল সফটওয়্যার যা আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
- এবার ডাউনলোড করা ফাইলটি zip ফরম্যাট এ আছে। এটিকে আনজিপ (Extract) করুন।
এখন নিচের ধাপগুলো অনুসরন করুন:
১) Nokia Pc Suite/ Nokia Suite/ Ovi Suite ওপেন করা থাকলে তা প্রথমেই ক্লোজ করে নিন। টাস্কবার থেকেও ক্লোজ করে নিন।
এবার আপনার মোবাইল টি কে Nokia Ovi Suite/ Pc suite মোডে ডাটা ক্যাবল দিয়ে কানেক্ট করুন। আপনার ফোনের ড্রাইভার ইন্সটল হবে, “Nokia …………… is Connected via USb” টাস্কবারের উপরে না দেখানো পর্যন্ত অপেক্ষা করুন।
এবার আপনার মোবাইল টি কে Nokia Ovi Suite/ Pc suite মোডে ডাটা ক্যাবল দিয়ে কানেক্ট করুন। আপনার ফোনের ড্রাইভার ইন্সটল হবে, “Nokia …………… is Connected via USb” টাস্কবারের উপরে না দেখানো পর্যন্ত অপেক্ষা করুন।
২) ডেস্কটপে রাখা simple ফোল্ডারটি থেকে Simple.exe অ্যাপলিকেশান টি ডাবল ক্লিক করে ওপেন করুন।
৩) এবার “Main” -ট্যাব সিলেক্ট করে নীচের দিকে Phone Mode থেকে “NORMAL” সিলেক্ট করুন। ডানপাশে এইরকম লেখা দেখতে পাবেন: Init usb communication… Phone found! Error Change Phone Mode

৪) এবার “Get” এ ক্লিক করুন। তাহলে এই লেখাটি পাবেত- Init usb communication… Phone found! Phone is NORMAL mode now… (যদি এইরকম না আসে তবে ডাটা ক্যাবল টি বিচ্ছিন্ন করুন। এখন Get এ ক্লিক করুন এবং তারপর সাথেসাথেই ডাটা ক্যবল টি সংযোগ দিয়ে Ovi Suite/Pc suite মোড সিলেক্ট করুন)।
৫) “Service” -ট্যাব এ ক্লিক করুন।
৬) এখন আপনাকে ডাটা ক্যাবল টি বিচ্ছিন্ন করতে হবে মোবাইল থেকে।ডাটা ক্যাবল খোলা থাকা অবস্থায় “Get” এ ক্লিক করুন, তারপর সাথে সাথেই ডাটা ক্যবল টি সংযোগ দিয়ে Ovi Suite/Pc suite মোড সিলেক্ট করুন।
৭) তারপর User code এ যেই সংখাগুলা দেখতে পাবেন সেগুলোই হচ্ছে আপনার মোবাইলের সেই কাঙ্খিত সিকিউরিটি কোড।

৮) আপনি আপনার সিকিউরিটি কোড টি পেয়ে গেলেন। এখন ইচ্ছে করলে মোবাইলের মেনু > সেটিংস > সিকিউরিটি > অ্যাকসেস কোড > চেঞ্জ সিকিউরিটি কোড অপশন থেকে current security code বসিয়ে আপনার ইচ্ছে মত নিউ সিকিউরিটি কোড পরিবর্তন করে নিতে পারবেন। আর যদি আবারো ভুলে যান, তাহলে কিভাবে কি করতে হবে তা নিশ্চই এতক্ষনে শিখে গেছেন।
পোস্টটি ভালো লাগলে Like ও Comment করে জানান...সবাই ভালো থাকবেন।




