কিছু দিন আগে থেকে সবজায়গাতে প্রচারিত হচ্ছে যে রোয়ান অ্যাটকিনশন (Rowan Atkinson) যিনি মিঃ বিন নামে সবাইয়ের কাছে সুপরিচিত, তিনি ১৫ নভেম্বরে মৃত্যুবরন করেছেন।
সোশ্যাল মিডিয়াতে প্রচারিত খবরে বলা হচ্ছে যে তিনি স্যুইসাইট করে মৃত্যুবরন করেছেন (৫৮ বছর বয়সে) যখন প্রয়োজক (Producer) তাঁকে, তাঁর জন্য বিখ্যাত সিনেমা Johnny English 3 - থেকে বাদ দিয়ে দেন। আরও বলা হচ্ছে যে, মিঃ বিন সিনেমাটির প্রোডিউসার এবং তাঁর ফ্যানদের জন্য একটি ভিডিও তৈরি করেছেন, স্যুইসাইট করার আগে।
সোশ্যাল মিডিয়াতে প্রচারিত খবরে বলা হচ্ছে যে তিনি স্যুইসাইট করে মৃত্যুবরন করেছেন (৫৮ বছর বয়সে) যখন প্রয়োজক (Producer) তাঁকে, তাঁর জন্য বিখ্যাত সিনেমা Johnny English 3 - থেকে বাদ দিয়ে দেন। আরও বলা হচ্ছে যে, মিঃ বিন সিনেমাটির প্রোডিউসার এবং তাঁর ফ্যানদের জন্য একটি ভিডিও তৈরি করেছেন, স্যুইসাইট করার আগে।
আসলে এই খবরটা শুধুমাত্র একটা মৃত্যু সম্বন্ধীয় গুজব। হ্যাকাররা আরও একটি মৃত্যুর গুজব বানাল সহজ সরল মানুষদেরকে ফাসাবার জন্য। ভিডিওটি দেখার জন্য নিউজটিতে ক্লিক করলে এটা একটা অ্যাপ ইন্সটল হবে, যেটা আসলে হ্যাকারদের তৈরি নকল এবং ক্ষতিকারক অ্যাপ। এই অ্যাপটির সাহায্যে তারা অনায়াসেই আপনার বন্ধুদের প্রোফাইলে এইধরনের স্পাম পোস্ট ছড়িয়ে দিতে পারে। অ্যাপটিকে পারমিশন দেওয়ার পরে এটি ভিডিওটাকে দেখাবার জন্য "Facebook Media Plug-in" ইন্সটল করার কথা বলবে, যেটা আসলে হ্যাকারদের প্লান, কারণ এমন কোন ভিডিও নাই বা মিঃ বিন -ও স্যুইসাইটও করেননি...তিনি এখনও বহাল-তবীয়তে আছেন।
তাই দয়া করে কেউ এইসব ফালতু নিউজে ক্লিক করবেন না, আর একান্তই যদি জানার ইচ্ছা থাকে তাহলে গুগল সার্চ করে ঘটনাটা আসল কি নকল তা জেনে নিন।
উল্লেখ্য...আগেও এই ধরনের গুজব নেটে ছরিয়েছে নীচের ব্যাক্তিদের নামে-
1. Rihanna2. Natalie Portman3. Miley Cyrus4. Lady GaGa5. Oprah Winfrey6. Zach Braff7. Tom Cruise8. Tom Hanks9. Russell Crowe10. Taylor Swift
ভালো থাকবেন, আজকে মতো চলি...এইরকম ট্রিক থেকে সতর্ক থাকুন, এখন আপনিতো জানলেন, আপনার বন্ধুদেরকে জানাবেন না?? এই খবরটি সবাইয়ের সঙ্গে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন, আর উপরের মতো হ্যাকারদের পোস্ট থাকলে সেটাকে টাইমলাইন থেকে রিমুভ করে দিন।



