হ্যালো! আজকে আমার HS পরীক্ষা শেষ হল তাই আবার পোস্ট করতে বসলাম। যাইহোক আজকে আমি একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে এসেছি...যেটা হল উইন্ডোজ সাউন্ড। আমাদের অনেক সময়ই উইন্ডোজের সাউন্ডের ঘাটতি নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

অনেক সময় বিশেষ করে অনলাইনে কোন ভিডিও দেখার বা গান শোনার সময় সেগুলির কম সাউন্ডের জন্য শুনতে অসুবিধা হয়, উইন্ডোজ সাউন্ডকে ফুল করলেও ঠিকভাবে শব্দ শোনা যায়না। যদি আপনার সঙ্গেও এমনটা ঘটে থাকে তাহলে নীচের পদ্ধতি অনুসরন করে আপনি উইন্ডোজ সাউন্ডকে তার শেষ সীমার দ্বিগুণ অবধিও বাড়িয়ে রাখতে পারবেন।

# ধাপ ১ :-
   প্রথমে টাস্কবারের(ডেক্সটপের নীচে) ডানদিকে থাকা ভলিউম আইকনে ক্লিক করে উপরের স্পিকার বা হেডফোন আইকনটিতে ক্লিক করুন।

# ধাপ ২ :-
   তারপর যে নতুন উইন্ডো খুলবে তার ‘Enhancements-নামক ট্যাবটিকে সিলেক্ট করুন এবং স্লাইডারটাকে নীচের দিকে নামান এবং ‘Loudness Equalization’ -নামের অপশনটির আগের বক্সটিতে ক্লিক করে রাইট দিন। এবং কাজ হয়ে গেলে OK তে ক্লিক করতে ভুলবেন না।

ব্যাস এখন আপনার কাজ শেষ...এবার উইন্ডোজ সাউন্ডকে কমিয়ে দিন এবং সেই ফাইল গুলো প্লে করুন...এবার আস্তে আস্তে বাড়ালে দেখবেন আপনার সাউন্ড আগেকার থেকে দ্বিগুন হয়ে গিয়েছে। 

আশা করি আপনাদের কাজে লাগবে পোস্টটা......ভালো লাগলে শেয়ার করুন...বাই বাই। 


উইন্ডোজের সাউন্ডকে ১০০% এরও বেশী করুন কোন সফটওয়্যার ছাড়ায়...

হ্যালো! আজকে আমার HS পরীক্ষা শেষ হল তাই আবার পোস্ট করতে বসলাম। যাইহোক আজকে আমি একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে এসেছি...যেটা হল উইন্ডোজ সাউন্ড। আমাদের অনেক সময়ই উইন্ডোজের সাউন্ডের ঘাটতি নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

অনেক সময় বিশেষ করে অনলাইনে কোন ভিডিও দেখার বা গান শোনার সময় সেগুলির কম সাউন্ডের জন্য শুনতে অসুবিধা হয়, উইন্ডোজ সাউন্ডকে ফুল করলেও ঠিকভাবে শব্দ শোনা যায়না। যদি আপনার সঙ্গেও এমনটা ঘটে থাকে তাহলে নীচের পদ্ধতি অনুসরন করে আপনি উইন্ডোজ সাউন্ডকে তার শেষ সীমার দ্বিগুণ অবধিও বাড়িয়ে রাখতে পারবেন।

# ধাপ ১ :-
   প্রথমে টাস্কবারের(ডেক্সটপের নীচে) ডানদিকে থাকা ভলিউম আইকনে ক্লিক করে উপরের স্পিকার বা হেডফোন আইকনটিতে ক্লিক করুন।

# ধাপ ২ :-
   তারপর যে নতুন উইন্ডো খুলবে তার ‘Enhancements-নামক ট্যাবটিকে সিলেক্ট করুন এবং স্লাইডারটাকে নীচের দিকে নামান এবং ‘Loudness Equalization’ -নামের অপশনটির আগের বক্সটিতে ক্লিক করে রাইট দিন। এবং কাজ হয়ে গেলে OK তে ক্লিক করতে ভুলবেন না।

ব্যাস এখন আপনার কাজ শেষ...এবার উইন্ডোজ সাউন্ডকে কমিয়ে দিন এবং সেই ফাইল গুলো প্লে করুন...এবার আস্তে আস্তে বাড়ালে দেখবেন আপনার সাউন্ড আগেকার থেকে দ্বিগুন হয়ে গিয়েছে। 

আশা করি আপনাদের কাজে লাগবে পোস্টটা......ভালো লাগলে শেয়ার করুন...বাই বাই।