Windows 7 -এর গতি দারুনভাবে বাড়িয়ে নিন কোন সফটওয়্যার ছাড়ায়! (মেগাটিউন 8,7,Vista,XP)

হ্যালো! আমরা আমাদের কম্পিউটার -এর গতি নিয়ে অনেক সময় নানাধরনের সমস্যায় পড়ি, উইন্ডোজ সেটআপ দেওয়ার কিছু দিন পরেই আমাদের কম্পিউটার এর স্পীড কচ্ছপের মতো হয়ে যায়।   তাই, আমি আজকে সেই সমস্যারই সমাধান নিয়ে এসেছি। আর বেশী কথা না বলে আজকের কাজ শুরু করা যাক - 

 ঃ আমি এটিকে আপনাদের সুবিধার জন্যে সাতটি ধাপে ভাগ করে দিয়েছি  ঃ
Microsoft-Windows7-Logo

(১)     প্রথমে আপনারা একটি Registry Tweak ডাউনলোড করে নিন যেটা আপনার কম্পিউটার এর গতি বাড়াবে এবং কিছু অতিরিক্ত জিনিস অ্যাড করবে। Zip ফাইলটিকে প্রথমে Extract করে নিন এবং ফোল্ডার-এর ভেতরে থাকা Reg ফাইলটিকে রান করুন, এবং Confirmation -এর ম্যাসেজ এলে Yes করুন।
(২)     এবার আপনার কম্পিউটার আইকনে রাইট ক্লিক করে Properties সিলেক্ট করুন।
  • তারপর বামদিকে থাকা Advanced system settings -এ ক্লিক করুন। তারপর Performance -এর নীচে Setting -এ ক্লিক করুন (নীচে ছবি দেওয়া হল) - 
Capture
  • এবার ক্লিক করার পরে যে নতুন window খুলবে তাতে Custom -option সিলেক্ট করুন এবং নীচ থেকে আপনার অপ্রয়োজনীয় অপশনগুলি তুলে দিন এবং Apply বোতামে ক্লিক করে ওকে করুন। আমি নিচে আমারটা দিলাম -
Capture 2
 [লাস্টে যে দুটো দেখা যায়না সেইদুটো enable করা আছে]
  • আপনি ইচ্ছা করলে নীচের অপশনগুলিকে তুলে দিতে পারেন -
    • Enable Aero Peek (If you want to use Aero Peek feature)
    • Enable desktop composition (If you want to use Windows Aero theme)
    • Enable transparent glass (If you want to use transparency in Windows)
    • Show thumbnails instead of icons (If you want to show thumbnails in Explorer)
    • Show window contents while dragging (If you want windows to show contents while moving them)
    • Smooth edges of screen fonts (If you want to show smooth fonts)
    • Use drop shadows for icon labels on the desktop (If you want to show shadows under desktop icon labels)
    • Use visual styles on windows and buttons (If you want to use Windows Aero or Basic theme)
(৩)     এবার Folder and Search Options -এ যান (My Computer>Organize>Folder and Search Options ) এবং View           -tab সিলেক্ট করুন। এখন নিচের অপশনগুলির পাশের টিক চিহ্নগুলি তুলেদিন এবং Apply -এ ক্লিক করুন -
  • Display file size information in folder tips
  • Hide extensions for known file types
  • Show encrypted or compressed NTFS files in color
  • Show pop-up description for folder and desktop items 
ddda
(৪)     এবার My Computer -এ রাইট ক্লিক করে Manage অপশন সিলেক্ট করুন।
  • তারপর Services & Applications > Services -এ যান।
  • এখানে আপনার অপ্রয়োজনীয় সার্ভিসগুলিকে Manual -এ সেট করে দিতে পারেন।
  • কয়েকটি অপ্রয়োজনীয় সার্ভিস আমি নীচে দিয়ে দিলাম-
    • Application Experience
    • Computer Browser (If your computer is not connected to any network)
    • Desktop Window Manager Session Manager (If you don't use Aero theme)
    • Diagnostic Policy Service
    • Distributed Link Tracking Client
    • IP Helper
    • Offline Files
    • Portable Device Enumerator Service
    • Print Spooler (If you don't have Printer)
    • Protected Storage
    • Remote Registry (Always disable it for Security purposes)
    • Secondary Logon
    • Security Center
    • Server (If your computer is not connected to any network)
    • Tablet PC Input Service
    • TCP/IP NetBIOS Helper (If you are not in a workgroup network)
    • Themes ( If you use Windows Classic theme)
    • Windows Error Reporting Service
    • Windows Media Center Service Launcher
    • Windows Search (If you don't use Windows Search feature frequently)
    • Windows Time (If you don't want to update system tray clock time using Internet)
  • সবসময় সার্ভিসগুলিকে Manual -এ সেট করুন, Disable করবেন না, যাতে Windows প্রয়োজন হলে সার্ভিসগুলো ব্যবহার করতে পারে।
(৫)     এবার আপনার ডেক্সটপ-এ রাইট ক্লিক করে Personalize সিলেক্ট করুন।
  • তারপর Sounds -এ যান এবং Windows Default থেকে No Sounds সিলেক্ট করে Apply করে Ok করে দিন। আপনি চাইলে Play Windows Startup sound অপশনটাও disable করে দিতে পারেন।aa
  • একইরকম ভাবে Screen saver -এ গিয়ে (None) -সিলেক্ট করে Apply করে Ok করে দিন।
dad
(৬)    এবার স্টার্ট মেনুতে যান এবং সার্চ বক্স -এ msconfig লিখে এন্টার মারুন।
  • এবার Startup tab-এ যান এবং অপ্রয়োজনীয় স্টার্টআপ আইটেমগুলি থেকে টিক চিহ্নগুলি তুলে দিন এবং Apply করে Ok করে দিন। কম্পিউটার রি-স্টার্ট দিতে চাইলে রি-স্টার্ট করুন এবং স্টার্টআপের সময় যদি কোন ম্যাসেজ উঠে তাহলে Do not show me this again জাতীও কিছু option-এ টিক চিহ্ন দিয়ে দিন।
(৭)     আপনি চাইলে আপনার কম্পিউটার এর পারফর্মেন্স বাড়াবার জন্য Control Panel>Hardware and Sound>                          Power Options -এ গিয়ে Balanced (Recommended) থেকে High Performance -অপশন সিলেক্ট করতে পারেন।Capture
 
এছাড়াও -
  • শুধুমাত্র দরকারী সফটওয়্যার ইন্সটল করুন,
  • Windows Update -এর সাহায্যে নিয়মিতভাবে Windows -কে Up to date করুন,
  • Disk Defragmenter -এর সাহায্যে নিয়মিতভাবে Drive Defragment করুন,
  • Disk Cleaneup -এর সাহায্যে নিয়মিতভাবে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন।
  • সর্বদা লেটেস্ট ডিভাইস ড্রাইভার ইউস করুন।
  • একটা ভালো মানের অ্যান্টিভাইরাস ইউস করুন (যেমন-Eset Nod 32), আর তা না পারলে অবশ্যই                            Windows Defender -কে নিয়মিতভাবে আপডেট করুন।
  • একসঙ্গে একাধিক অ্যান্টিভাইরাস ইউস করবেন না। এতে PC স্লো হবে।
 উপরের এইসব কাজগুলি করলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার কম্পিউটার আগের থেকে অনেক ফার্স্ট হবে।
বি.দ্র. ঃ- উপরের ট্রিকগুলির অনেকটাই Windows 7 ছাড়াও আগের ও পরের ভার্সন এ কাজ করবে।
আমি আমার এই পোস্টটির জন্যে askvg.com এর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।
আপনাদের জন্য এত খাটলাম তাই ভালো লাগলে Like এবং Comment করতে ভুলবেন না ।
আবার পরে কথা হবে, এখন বিদায়।।
byebyelarge