আমরা সবাই জানি ভাইরাস কি জিনিস এবং কী কী কুকর্ম করতে পারে। সেজন্য এব্যাপারে আর নতুন করে না বলাই ভালো।প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস সৃষ্টি হচ্ছে আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে বিভিন্ন এন্টিভাইরাস স্যুইট।
আমরা এইসব ভাইরাস থেকে বাঁচতে গিয়ে কত এন্টিভাইরাসই না ট্রাই করি বলুন…কিন্তু প্রায় সব এন্টিভাইরাসেরই একটা দোষ আছে যে এরা কম্পিউটারের পারফর্মেন্সকে অনেকাংশে কমিয়ে দেয়, কম্পিউটারকে Internet Explorer 8 -এর মতো স্লো করে দেয়।
সেইজন্য আমি আজকে এমন একটা এন্টিভাইরাসের কথা বলব যেটা আপনারা অনেকেই হইত ট্রাই করেছেন। এটি হল Eset Antivirusযেটি একটি এ্যাওয়ার্ড উইনিং এন্টিভাইরাস, যা বিশ্বের ১০০ মিলিওনেরও বেশী লোক ইউস করে , এটি কম্পিউটারকে একদম স্লো করে না…আপনি বুঝতেও পারবেন না যে কোন এন্টিভাইরাস ইন্সটল আছে কিনা। তবে কাজ করে দারুন। সব বড় বড় এন্টিভাইরাসের থেকেও বহুগুনে ভালো। এটি ইউস করলে আপনি নিশ্চিন্তভাবে অনেকটাই সেফ থাকতে পারবেন।
ESET NOD32 Antivirus 7 Beta
ESET Smart Security 7 Beta
ডাউনলোড পেজে গিয়ে আপনার OS টাইপ সিলেক্ট করুন এবং ডাউনলোড করে নিন।
অনেক সময় অনেকে patch/purefix ইউস করে এটি activate করার জন্য। কিন্তু আমার মতে এটি না করাই ভালো কারন এতে আপডেট ঠিক মতো পাওয়া যায়না এবং বিভিন্ন প্রব্লেম করে।
সেইজন্য আমি আপনাদেরকে একটা সাইট দিচ্ছি যেটাতে গিয়ে নিয়মিত Serial Key পাওয়া যাবে।
এখনকার মতো এই Keys গুলি ইউস করতে পারেন-Username: EAV-80593282
Password: b24ujn4k88
Expiration: 29/05/2015Username: EAV-84218011
Password: fk3tv8p57v
Expiration: 25/03/2014Username: EAV-78806888
Password: rnvukt8mrn
Expiration: 06/01/2014Username: EAV-77881531
Password: bnf44nc5aa
Expiration: 03/01/2014
বেশীরভাগ Licence Keys -এর সাইটে যাওয়ার জন্যই আপনাকে Web access protection -কে disable করতে হবে।



No comments