বিজ্ঞানীরা ইঁদুরদের দেহে Lin28a -নামক এমন একটি প্রোটিনের খোঁজ করেছেন, যেটি Wolverine সিনেমার লোগান-এর হিলিং ক্ষমতার মতো কাজ করে, অর্থাৎ এটি কোন জীবের ক্ষতকে সহজেই সারিয়ে তোলে। এটি সাধারনত ভ্রুন তৈরির সময় সৃষ্টি হয়, যেটা ভ্রুনকে গর্ভাবস্থায় দ্রুত বাড়তে সাহায্য করে। 



অবশ্য, Lin28a আগেথেকেই বিজ্ঞানীদের নজর কেড়েছিল যখন এটাকে প্রতিরোধী কোশ বানাতে এবং ক্যানসারের চিকিৎসায় লাগানো হয়েছিল। Cell-নামক জার্নালে একটি রিসার্চ প্রকাশিত হয়েছে, যেটা দেখিয়েছে যে এই প্রোটিনটি যেকোনো কোশকে মেরামত করতে পারে-এমনকি আডাল্টদের ক্ষেত্রেও।

পাপ্তবয়স্ক ইঁদুরদের উপর এটাকে প্রয়োগ করে দেখা গেছে যে, তাদের লোম তাড়াতাড়ি বাড়তে থাকে, তাদের কানে করা ছিদ্র সম্পূর্ণ সেরে যায়, তাদের হাড়, তরুণাস্থি, চামড়া ও অন্যান্য নরম টিস্যু প্রায় সম্পূর্ণভাবে ঠিক হয়ে বা সেরে যায়...ঠিক যেমনটা Wolverine বইটাতে হত

ভালো খবর হল এই যে এটাকে পরবর্তীতে মানুষদের উপরও প্রয়োগ করা যেতে পারে, যেটা চিকিৎসার কাজে দারুন সাহায্য করবে। 



আশা করছি, মজা পেয়েছেন....মজা পেলে Like, Comment, g+ করতে ভুলবেন না, ভালো থাকবেন- বাই বাই।

Lin28a -এমন প্রোটিন যা খুবই দ্রুত ক্ষত নিরাময় করবে Wolverine এর মতো !

বিজ্ঞানীরা ইঁদুরদের দেহে Lin28a -নামক এমন একটি প্রোটিনের খোঁজ করেছেন, যেটি Wolverine সিনেমার লোগান-এর হিলিং ক্ষমতার মতো কাজ করে, অর্থাৎ এটি কোন জীবের ক্ষতকে সহজেই সারিয়ে তোলে। এটি সাধারনত ভ্রুন তৈরির সময় সৃষ্টি হয়, যেটা ভ্রুনকে গর্ভাবস্থায় দ্রুত বাড়তে সাহায্য করে। 



অবশ্য, Lin28a আগেথেকেই বিজ্ঞানীদের নজর কেড়েছিল যখন এটাকে প্রতিরোধী কোশ বানাতে এবং ক্যানসারের চিকিৎসায় লাগানো হয়েছিল। Cell-নামক জার্নালে একটি রিসার্চ প্রকাশিত হয়েছে, যেটা দেখিয়েছে যে এই প্রোটিনটি যেকোনো কোশকে মেরামত করতে পারে-এমনকি আডাল্টদের ক্ষেত্রেও।

পাপ্তবয়স্ক ইঁদুরদের উপর এটাকে প্রয়োগ করে দেখা গেছে যে, তাদের লোম তাড়াতাড়ি বাড়তে থাকে, তাদের কানে করা ছিদ্র সম্পূর্ণ সেরে যায়, তাদের হাড়, তরুণাস্থি, চামড়া ও অন্যান্য নরম টিস্যু প্রায় সম্পূর্ণভাবে ঠিক হয়ে বা সেরে যায়...ঠিক যেমনটা Wolverine বইটাতে হত

ভালো খবর হল এই যে এটাকে পরবর্তীতে মানুষদের উপরও প্রয়োগ করা যেতে পারে, যেটা চিকিৎসার কাজে দারুন সাহায্য করবে। 



আশা করছি, মজা পেয়েছেন....মজা পেলে Like, Comment, g+ করতে ভুলবেন না, ভালো থাকবেন- বাই বাই।