সুইডেন-এ একটা দারুন ঘটনা ঘটে গিয়েছে। একটা হ্রদের নীচ থেকে হারিয়ে যাওয়া নোকিয়া লুমিয়া ৮০০ স্মার্টফোন খুঁজে পাওয়া গিয়েছে, এবং আশ্চর্যের ব্যাপার হল এটা এখনও কাজ করে চলেছে!!
এই খবরটা প্রথমে সবার সামনে আসে একজন ফেসবুক ইউসারের মাধ্যমে যার নাম রজার নিলসন, ইনিতো ফোনটার কিছু ছবিও তুলে রেখেছিলেন।
এই ফোনটা প্রায় সাড়ে তিনমাস আগে একটা হ্রদে হারিয়ে গিয়েছিল, যেটাকে ভাটার সময় দুটো পাথরের মধ্যে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। ফোনটার পুরো স্ক্রীন শেত্তলা জাতীও পদার্থে ভরা ছিল। মিঃ নিলসন এটাকে অনির্দিষ্ট কালের জন্য পরিষ্কার করে শুকিয়েছিলেন।
তিনি জানিয়েছেন যে ফোনটার কোন ক্ষতি হয়নি...এমনকি ব্যাটারিটাও আগেকার মতোই দুই দিন চলে যাচ্ছে।
তাহলে ঘটনাটা থেকে বোঝা যাচ্ছে যে, স্যামসাঙ জাতীও কোম্পানিরা যতই নতুন নতুন ফোন বার করুক না কেন, নোকিয়া এখনও তার ফোনের স্ট্যান্ডার্ড বজায় রেখেছে।




No comments