অনেক চেষ্টাতেও আপনার স্ত্রী বা প্রেমিকার সাথে আপনি পেরে ওঠেন না। সে নানা ভাবে আপনাকে বিভ্রান্ত করেছে প্রতিনিয়ত। কিন্তু আপনি জানে কি, আপনার মন নিয়ে এসব খেলা খুব উপভোগ করেন তারা। মেয়েদের এরকম চারটি মাইন্ড গেমের তথ্য আপনার জন্য-
১. অপেক্ষা: অপেক্ষায় রাখা নারীদের একটি সহজাত বিষয়। অল্প সময় থেকে শুরু করে অপেক্ষায় রাখার সময় অসীম পর্যায়েও গড়াতে পারে। দুজনের সম্পর্কে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতেই মূলত এই খেলাটি মেয়েরা খেলে থাকে।
২. টোপ গেলানো: খেয়াল করে দেখবেন, খুব সহজ কিছু প্রশ্ন আপনাকে টোপ হিসাবে গেলানো হয় যার উত্তর দিতে গিয়ে ফেঁসে যান প্রতিদিন। ‘আমাকে কি এই পোশাকে একটু মোটা দেখাচ্ছে?’ এমন প্রশ্নের উত্তরে আপনি হ্যা বললেও বিপদে, না বললেও বিপদে। হ্যা উত্তর দিলে আপনাকে অবশ্যই বিরহ কাতর হতে হবে আর না উত্তর দিলে সে আপনাকে তার ব্যপারে উদাসীন ধরে নিয়ে দূরত্ব তৈরি করবে। তাহলে কী উত্তর দেবেন আপনি, ভাবুন?
৩. এতো সহজ না: আপনি নিশ্চিত আপনাদের পরিচয় পরিণয়ের দিকে মোড় নিচ্ছে। কিন্তু তখনই শুরু হবে আরেক ধরণের খেলা। আপনার সঙ্গীনি আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে আপনি যতোটা সহজ ভেবেছেন তাকে কাছে পাওয়া এতো সহজ না। অনেক কাঠ-খড় পুড়িয়ে আপনাকে প্রমাণ দিতে হবে তাকে আপনি তাকে খুব ভালবাসেন।
৪. ছেলে খেলা: বেশিরভাগ মেয়েরাই জানে যে, স্বামী বা প্রেমিকের চেয়ে সে অনেক বেশি বুদ্ধি রাখে। তবুও সে কিছু ছেলে খেলায় আপনাকে পরাস্ত করে মজা নিবে। উঁচুতে রাখা কোন জিনিস নামাতে চাইলে সে নিজেও পারে, কিন্তু এটাকেই কঠিন বুঝিয়ে সে চাইবে আপনি তার হয়ে এ কাজটি করে দিন।
বাই- দেহ
পোস্টটি ভালো লাগলে Like, Comment, g+ করতে ভুলবেন না, ভালো থাকবেন বাই বাই।
১. অপেক্ষা: অপেক্ষায় রাখা নারীদের একটি সহজাত বিষয়। অল্প সময় থেকে শুরু করে অপেক্ষায় রাখার সময় অসীম পর্যায়েও গড়াতে পারে। দুজনের সম্পর্কে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতেই মূলত এই খেলাটি মেয়েরা খেলে থাকে।
২. টোপ গেলানো: খেয়াল করে দেখবেন, খুব সহজ কিছু প্রশ্ন আপনাকে টোপ হিসাবে গেলানো হয় যার উত্তর দিতে গিয়ে ফেঁসে যান প্রতিদিন। ‘আমাকে কি এই পোশাকে একটু মোটা দেখাচ্ছে?’ এমন প্রশ্নের উত্তরে আপনি হ্যা বললেও বিপদে, না বললেও বিপদে। হ্যা উত্তর দিলে আপনাকে অবশ্যই বিরহ কাতর হতে হবে আর না উত্তর দিলে সে আপনাকে তার ব্যপারে উদাসীন ধরে নিয়ে দূরত্ব তৈরি করবে। তাহলে কী উত্তর দেবেন আপনি, ভাবুন?
৩. এতো সহজ না: আপনি নিশ্চিত আপনাদের পরিচয় পরিণয়ের দিকে মোড় নিচ্ছে। কিন্তু তখনই শুরু হবে আরেক ধরণের খেলা। আপনার সঙ্গীনি আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে আপনি যতোটা সহজ ভেবেছেন তাকে কাছে পাওয়া এতো সহজ না। অনেক কাঠ-খড় পুড়িয়ে আপনাকে প্রমাণ দিতে হবে তাকে আপনি তাকে খুব ভালবাসেন।
৪. ছেলে খেলা: বেশিরভাগ মেয়েরাই জানে যে, স্বামী বা প্রেমিকের চেয়ে সে অনেক বেশি বুদ্ধি রাখে। তবুও সে কিছু ছেলে খেলায় আপনাকে পরাস্ত করে মজা নিবে। উঁচুতে রাখা কোন জিনিস নামাতে চাইলে সে নিজেও পারে, কিন্তু এটাকেই কঠিন বুঝিয়ে সে চাইবে আপনি তার হয়ে এ কাজটি করে দিন।
বাই- দেহ
পোস্টটি ভালো লাগলে Like, Comment, g+ করতে ভুলবেন না, ভালো থাকবেন বাই বাই।




No comments